প্রচ্ছদ / আজান ও ইকামত / আজানের পর হাত তুলে দুআ করার হুকুম কী?

আজানের পর হাত তুলে দুআ করার হুকুম কী?

প্রশ্ন

From: Absar Ali

বিষয়ঃ Azan er seshe hat tule dua korar bidhan ki?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

মুফতী সাহেব। কেমন আছেন? আমি আপনাদের সাইটের একজন নতুন পাঠক। আমার প্রশ্নটা হল, আজানের শেষে হাত তুলে দুআ করার বিধান কী? শরীয়ত সম্মত না কি বিদআত? তারাতাড়ি জানালে উপকৃত হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

আজানের পর হাত তুলে দুআ করা প্রমাণিত নয়। তাই হাত তুলে দুআ না করাই উচিত।

তবে যেহেতু দুআর সময় হাত তোলা আদব। সেই হিসেবে অনেকে আজানের দুআর সময় হাত তুলে দুআ করে থাকেন।

তবে যদি এটাকে জরুরী মনে করে, তাহলে বিদআত হবে। কিংবা এটিকে আজানের দুআর সুন্নত মনে করে তবুও বিদআত হবে।

والمسنون فى هذا الدعاء ألا ترفع الأيدى، لأنه لم يثبت عن النبى صلى الله عليه وسلم رفعها (فيض البارى، كتاب الصلاة، كتاب الاذان، باب الدعاء عند النداء-2/214، اشرفية)

والمستحب ان يرفع يديه عند الدعاء بحذاء صدره (هندية، كتاب الكراهية، الباب الرابع فى الصلاة والتسبيح-5/318)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …