প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / নামাযরত অবস্থায় শিশু মায়ের স্তন থেকে দুধ পান করে ফেললে নামাযের হুকুম কী?

নামাযরত অবস্থায় শিশু মায়ের স্তন থেকে দুধ পান করে ফেললে নামাযের হুকুম কী?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, মহিলা নামায পড়ছে। তাশাহুদে বসার সময় তার শিশু বাচ্চা এসে স্তন থেকে দুধ পান করে ফেলেছে। এখন তার নামাযের হুকুম কী?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

একাজটি আমলে কাছীরের মাঝে শামীল হওয়ায় উক্ত মহিলার নামায ভেঙ্গে গেছে। পুনরায় নামায পড়তে হবে।

المرأة أرضعت ولدها فى الصلاة تفسد صلاتها، ولو جاء الصبى وارتضع من ثديها، وهى كارهة، فنزل لبنها فسدت صلاتها (خانية على هامش الهندية-1/132، تاتارخانية-2/21)

المرأة إذا أرضعت ولدها تفسد صلاتها، لأنها صارت مرضعة (البحر الرائق-2/21)

ومن الفروع المؤسسة: لو أررضعت ابنها، أو رضعها فنزل لبنها فسدت (فتح القدير، كتاب الصلاة، باب ما يفسد الصلاة وما يكره فيها-1/413)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

তারাবীতে সেজদায়ে তিলাওয়াত না দিয়ে নামায শেষ করলে নামায হবে কি?

প্রশ্ন তারাবির নামাজে সেজদার আয়াত ছিল  ইমাম সাহেব সেজদার আয়াত পড়ছে কিন্তু আয়াতে সেজদা দেয়নি …