প্রশ্ন
সম্মানিত মুফতি সাহেব আসসালামু আলাইকুম।
আমার একটা প্রশ্নের উত্তর চাই।
কোন এক ব্যাক্তি তালাক সম্পর্কিত কোন কিছুই জানতনা। সে তালাক সম্পর্ক জানার পর সে খুব চিন্তায় পরে যায়। কারন তালাকের সমার্থক শব্দ যেমন ছেড়ে দেওয়া এগুলা নিয়া সে খুব চিন্তিত। সে কখনও স্ত্রীর সাথে ঝগড়ার ফাকে তালাক উচ্চারন করে নাই কিন্তু ছেড়ে দিছি বা ছেড়ে দিলাম এগুলা বলছে কিনা তার একদম মনে নাই।
তো নিজের মনে না থাকার কারনে একান্ত ভাবে স্ত্রীকে জিজ্ঞাস করে এভাবে,আমি কি কখনও ঝগড়ার ফাকে তোমাকে ছেড়ে দিলাম বা ছেড়ে দিছি এ কথা বলছি কিনা?
স্ত্রী তখন উত্তর দিল না বল নাই। এখন প্রশ্ন হলঃ
১) এগুলা মনে না থাকার ফলে কি কোন সমস্যা আছে কিনা সংসার করতে?
২) স্বামী স্ত্রীকে এ প্রশ্ন করার কারনে স্বামী স্ত্রীর সম্পর্ক এর মাঝে কি কোন সমস্যা হইছে কি?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যেহেতু তালাকের নিয়তে কথাগুলো বলা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত নয়। সেই সাথে স্ত্রীর স্বীকারোক্তির মাধ্যমে এমন কথা বলার কোন প্রমাণ পাওয়া যায়নি। তাই এ কারণে স্বামী স্ত্রীর সম্পর্কে কোন প্রভাব পড়েনি। প্রশ্ন করার দ্বারাও কোন সমস্যা হয়নি।
তাই অহেতুক দুঃশ্চিন্তাগ্রস্ত হবার কোন প্রয়োজন নেই।
منها: الشك هل تطلق ام لا؟ لم يقع (الأشباه والنظائر-1/196
عدم الشك من الزوج فى الطلاق وهو شرط الحكم بوقوع الطلاق حتى لو شك فيه لا يحكم بوقوعه (بدائع الصنائع، كتاب الطلاق، فصل فى الرسالة-3/199)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com