প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / এক বোন স্ত্রী থাকা অবস্থায় আরেক বোনকে বিয়ে করার হুকুম কী?

এক বোন স্ত্রী থাকা অবস্থায় আরেক বোনকে বিয়ে করার হুকুম কী?

প্রশ্ন

From: মাওলানা কালাম সিরাজী
বিষয়ঃ তালাক

প্রশ্নঃ
আমাদের গ্রামে একজন তার স্ত্রী থাকা অবস্থায় তার স্ত্রীর আপন বোন কে বিবাহ করেছে। এখন মাননীয় মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হলো তার এই বিবাহ টা জায়েজ হয়েছে কিনা? এবং আগের বউ তালাক হবে কিনা?  (আগের বউকে কিন্তু সে তালাক দেয়নি ) বিস্তারিত জানালে উপকৃত হতাম।

উত্তর

بسم الله الرحمن الرحيم

এক বোন বিয়েতে থাকা অবস্থায় স্ত্রীর আপন আরেক বোনকে বিয়ে করা জায়েজ নয়। বিয়ে করলে বিবাহ শুদ্ধ হবে না। তবে এর দ্বারা প্রথম স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হবে না।

কিন্তু স্বামী হারাম কাজ করার কারণে গোনাহগার হবে।

وَأَن تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ (سورة النساء-23)

দুই বোনকে একত্রে বিবাহে রাখা যাবে না। [সূরা নিসা-২৩]

أَنَّ أُمَّ حَبِيبَةَ، قَالَتْ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، انْكِحْ أُخْتِي بِنْتَ أَبِي سُفْيَانَ، قَالَ: «وَتُحِبِّينَ؟» قُلْتُ: نَعَمْ، لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ، وَأَحَبُّ مَنْ شَارَكَنِي فِي خَيْرٍ أُخْتِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ ذَلِكِ لاَ يَحِلُّ لِي»

উম্মু হাবীবাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি আমার বোন আবূ সুফ্ইয়ানের কন্যাকে বিয়ে করুন। তিনি বলেন, তুমি কি তা পছন্দ কর? আমি বললাম, হ্যাঁ, আমি তো আপনার একমাত্র স্ত্রী নই এবং আমি যাকে সবচেয়ে ভালবাসি, তার সঙ্গে আমার বোনকেও অংশীদার বানাতে চাই। নাবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবললেন, এটা আমার জন্য হালাল নয়। [সহীহ  বুখারী, হাদীস নং-৫১০৭]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …