প্রচ্ছদ / প্রশ্নোত্তর / মোবাইলের লাউড স্পীকার দিয়ে বিয়ের ইজাব কবুল করলে বিয়ে হয়ে যায়?

মোবাইলের লাউড স্পীকার দিয়ে বিয়ের ইজাব কবুল করলে বিয়ে হয়ে যায়?

প্রশ্ন

From: সুমন
বিষয়ঃ বিয়ে

প্রশ্নঃ
গত ২৬/২/১৬ তারিখ ছেলের বাড়িতে মেয়ের বাবা মা,মেয়ে পক্ষের উকিল ও ছেলের পক্ষের উকিলের উপস্থিতিতে ফোনে লাউড স্পিকার দিয়ে বিয়ে পড়ানো হয় এসময় অপর প্রান্তে মেয়ের কাছে মেয়ের ১ ভাবি ছিল। এ ক্ষেত্রে বিয়েটা হয়েছে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি কন্যা তার বিয়ের জন্য কাউকে উকীল নিযুক্ত করে, আর উক্ত উকীল দুইজন মুসলিম প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপস্থিতিতে ছেলেকে প্রস্তাব দেয়। আর উক্ত মজলিসে উপস্থিত থাকা অবস্থায় ছেলে তা গ্রহণ করে করে থাকে, তাহলে বিয়েটা শুদ্ধ হয়ে গেছে।

আর যদি মেয়ের বা ছেলের প্রস্তাব ও কবুল ফোনের মাধ্যমে সম্পন্ন হয়, উকীলের উপস্থিতির মাধ্যমে না হয়, তাহলে বিয়ে হয়নি।

কিংবা ছেলে বা মেয়ে কেউ বিয়ের মজলিসে নেই, শুধু ফোনেই ইজাব কবুল সম্পন্ন করানো হয়, তাহলেও বিয়েটা শুদ্ধ হয়নি।

আপনার প্রশ্নটি স্পষ্ট নয়, তাই আমভাবে মাসআলাটি লিখে দেয়া হল। কোন সূরত উক্ত বিয়েতে হয়েছে? সেটি জেনে হুকুমটি উত্তর থেকে বুঝে নিন।

فى خلاصة الفتاوى- إمراة وكلت رجلا بأن يزوجها من نفسه فقال الوكيل اشهدوا انى قد تزوجت فلانة من نفسى إن لم يعرف الشهود فلانة لا يجوز النكاح مالم يذكر إسمها وإسم ابيها وجدها، وإن عرف الشهود فلانة وعرفوا أنه اراد به تلك المرأة يجوز، (خلاصة الفتاوى-2/15

ومن شرائط الإيجاب والقبول اتحاد المجلس (الدر المختار مع الشامى-4\76)

وشرط حضور شاهدين (حرين) أو حر وحرتين (مكلفين سامعين قولهما معا) (الدر المختار مع الشامى-4\78)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

তারাবীতে সেজদায়ে তিলাওয়াত না দিয়ে নামায শেষ করলে নামায হবে কি?

প্রশ্ন তারাবির নামাজে সেজদার আয়াত ছিল  ইমাম সাহেব সেজদার আয়াত পড়ছে কিন্তু আয়াতে সেজদা দেয়নি …