প্রশ্ন
সম্মানিত মুফতি সাহেব আমার একটা প্রস্ন খুব দ্রুত উত্তর দিলে ভাল হয়।আমরা জানি মূরতি কেনা বেচা হারাম।কিন্তু বর্তমান সময় চকলেটের ভিতর বিভিন্ন খেলনা থাকে তার সাথে পুতুলও থাকে যেমন কিন্ডার জয় এর ভিতরে খেলনা থাকে গাড়্রি, পুতুল আরো অনেক কিছু যা পেকেট খোলা ছাড়া আমরা দেখিনা। যে এই চকলেট খাবে সে এই খেলনা পাবে তবে গাড়ি পাবে না পুতুল পাবে তা সে জানে না। আমার প্রস্ন সব যেমন তেমন পুতুল বা মুরতি থাকার কারনে এই চকলেট কেনা বেচা করা কি জায়েজ নাকি নাজায়েজ?
উত্তর
بسم الله الرحمن الرحيم
যেহেতু এখানে পুতুল বা মূর্তি ক্রয় মূল মাকসাদ নয়, বরং চকলেট ক্রয় বিক্রয় উদ্দেশ্য হয়, পুতুলটি তার অধীনত অতিরিক্ত বস্তু। তাই এ ক্রয় বিক্রয় জায়েজ হবে।
(قَوْلُهُ مِنْ خَزَفٍ) أَيْ طِينٍ قَالَ ط: قَيَّدَ بِهِ لِأَنَّهَا لَوْ كَانَتْ مِنْ خَشَبٍ أَوْ صُفْرٍ جَازَ اتِّفَاقًا فِيمَا يَظْهَرُ لِإِمْكَانِ الِانْتِفَاعِ بِهَا وَحَرِّرْهُ اهـ وَهُوَ ظَاهِرٌ (رد المحتار، كتاب البيوع، باب المتفرقات-7/478
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com