প্রচ্ছদ / প্রশ্নোত্তর / চরমোনাই পীর সম্পর্কে উলামায়ে দেওবন্দ তথা কওমী আলেমদের ধারণা কী?

চরমোনাই পীর সম্পর্কে উলামায়ে দেওবন্দ তথা কওমী আলেমদের ধারণা কী?

প্রশ্ন

আমার প্রশ্ন চরমনাই পীর সম্পরকে উলামায়ে দেওবন্দ বা বাংলাদেশের কউমি মাদ্রাসার আলেমদের ধারনা কি?

রাকিব

বাংলাদেশ

উত্তর

بسم الله الرحمن الرحيم

বাংলাদেশে দেওবন্দী তথা কওমী উলামায়ে কেরামগণ চরমোনাই পীর এবং চরমোনাই তরীকাকে হক বলে স্বীকৃতি দেন।

যদিও দু’একটি বিচ্ছিন্ন বিষয়ে দৃষ্টিভঙ্গিগত মতভেদ কিছু উলামায়ে কেরামের সাথে রয়েছে। কিন্তু মৌলিকভাবে চরমোনাই দলকে হক্কানী উলামায়ে কেরামগণ হক বলেই ঘোষণা করেন।

আমরাও চরমোনাই পীর এবং তার দলকে হক ও হক্কানিয়্যাত প্রচারে অবিচল বলেই বিশ্বাস করি।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …