প্রশ্ন
আসসালামু আলাইকুম
হজরত আবদুল হক মুহাদ্দিস দেহলবি রহঃ কি হানাফি মাজহাবের একজন মুজতাহিদ ছিলেন?
যদি মুজতাহিদ ছিলেন দয়া করে রেফারেন্স সহ জানালে উপকৃত হতাম ।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শায়েক আব্দুল হক মুহাদ্দিসে দেহলবী রহঃ হানাফী মাযহাবের মুকাল্লিদ তথা অনুসারী ছিলেন। মুজতাহিদ ছিলেন না।
যারা তাকে মুজতাহিদ দাবী করেন, তাদের কাছে এর রেফারেন্স জানতে চাওয়াটাই হবে যৌক্তিক।
তার লিখিত গ্রন্থাবলী প্রমাণ করে তিনি হানাফী মাযহাবের অনুসারী ছিলেন। তিনি মুজতাহিদ ছিলেন মর্মে কোন বিশুদ্ধ বক্তব্য নেই।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।
ইমেইল– [email protected]