প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / সরকারী চাকুরীতে অবসরকালে প্রভিডেন্ট হিসেবে প্রদত্ব টাকা গ্রহণের বিধান কী?

সরকারী চাকুরীতে অবসরকালে প্রভিডেন্ট হিসেবে প্রদত্ব টাকা গ্রহণের বিধান কী?

প্রশ্ন

From: শাহানারা আক্তার
বিষয়ঃ প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা হালাল নাকি হারাম

সরকারি চাকরিতে বেতনের একটা নির্দিষ্ট অংশ প্রভিডেন্ট ফান্ডে কেটে রাখা হয় এবং একজন কর্মচারীর অবসরগ্রহণের পর তার উক্ত কেটে রাখা সমুদয় টাকা এবং তার উপরে সুদ যোগ করে কর্মচারিকে পেনশন হিসেবে প্রদান করা হয়। সরকারি চাকরিতে উক্ত সুদ গ্রহণ করা বা না করার দুটো সুযোগই কর্মচারীর আছে। এখন আমার প্রশ্ন হলো প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা হালাল নাকি হারাম?

উত্তর

بسم الله الرحمن الرحيم

কর্তৃপক্ষ বেতনের নির্দিষ্ট অংশ চাকুরীজীবীর হাতে না দিয়েই বাধ্যতামূলকভাবে জমা রেখে দেয়।

চাকুরীজীবির ইচ্ছাধীন ইচ্ছে করলে রাখতেও পারে, আবার উঠিয়েও ফেলতে পারে।

প্রথম সূরতে চাকুরীজীবী যখন অবসর নেয়, কর্তৃপক্ষ জমা টাকার সাথে যদি অতিরিক্ত টাকা প্রদান করে, তাহলে তা গ্রহণ করতে শরয়ী কোন বিধিনিষেধ নেই।

কিন্তু দ্বিতীয় সূরতে অর্থাৎ ব্যক্তি ইচ্ছে করে টাকা জমা রেখেছে, কিন্তু মুদারাবা বা মুশারাকা বা এ জাতীয় শরয়ী কোন চুক্তি করেনি, তাহলে অবসরের সময় জমাকৃত টাকার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করা জায়েজ হবে না।

দেখুন- আপকি মাসায়েল আওর উনকা হল-৭/৩২৮-৩২৯, জাদীদ ফিক্বহী মাসায়েল-১/৪৩৮-৪৩৯, ফাতাওয়া উসমানী-৩/২৭৮।

قوله: بالتعجيل أو بشرطه أو بالإستيفاء أو بالتمكن يعنى لا يملك الأجرة الا بواحد من هذه الاربعة والمراد انه لا يستحقها الموجر إلا بذلك (البحر الرائق، كتاب الاجارة-7/511)

واحل الله البيع وحرم الربوا (البقرة-275) كل قرض جر نفعا فهو حرام (رد المحتار، فصل فى القرض-5/166

আমাদের জানা মতে সরকারী চাকুরীতে বাধ্যতামূলকভাবেই বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডে টাকা কেটে রাখা হয়।

তাই সরকারী চাকুরীজীবীদের জন্য অবসরকালে প্রদত্ব প্রভিডেন্ট ফান্ড বাবদ প্রদত্ব টাকা গ্রহণ বৈধ হবে।

কিন্তু যদি বাধ্যতামূলক না হয়, তাহলে অতিরিক্ত টাকা গ্রহণ বৈধ হবে না।

উল্লেখ্য যে, অবসরকালে গ্রহণ ও বর্জনের সাথে উক্ত বিষয়টি জায়েজ বা নাজায়েজ হবার কোন সম্পর্ক নেই। সম্পর্ক হল, টাকা জমার বিষয়টি বাধ্যতামূলক হওয়া না হওয়ার উপর।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

নাপাক লুঙ্গি পরিধান করে ফরজ গোসল করলে শরীর ও লুঙ্গি পবিত্র হবে কি?

প্রশ্ন নাপাক কাপড়ে কি ফরজ গোসল করলে পাক হওয়া যায়? উত্তর بسم الله الرحمن الرحيم …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস