প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / নিজের কুরবানী আদায়ের পর আত্মীয়দের পক্ষ থেকে কুরবানী আদায় করা যায়?

নিজের কুরবানী আদায়ের পর আত্মীয়দের পক্ষ থেকে কুরবানী আদায় করা যায়?

প্রশ্ন:

Atiqil Islam

আস সালামু আলাইকুম

আমার প্রশ্ন হল নিজের ওয়াজিব কুরবানি করার পর মৃত আত্মীয়র জন্য কুরবানি করা যাই কিনা।

অনুগ্রহ করে দলিল সহ জানাবেন। এই কুরবানি ঈদ এ এরকম একটা ইছা আছে। তাড়াতাড়ি জানালে অশেষ উপকৃত হবো।

নামঃ মোঃঃ আতিকুল ইসলাম

দেশঃ বাংলাদেশ

     জবাব:   

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

নিজের ওয়াজিব কুরবানী আদায় করার পর মৃত আত্মীয়ের জন্য কুরবানী করতে পারবে। এ কুরবানীর সওয়াব পৌঁছে যাবে সেই মৃত ব্যক্তির আমলনামায়। আর মালিক থাকবে কুরবানীদাতা। অর্থাৎ এর গোস্ত অন্য কুরবানীর গোস্তের মতই কুরবানীদাতা ব্যবহার করতে পারবে।

দলিল:

فى البزازية- على هامش الهندية- واجاز نصير بن يحيى ومحمد بن سلمة ومحمد بن مقاتل فيمن يضحى عن الميت انه يصح به مثل ما يصنع باضحية نفسه من التصدق والأكل، والأجر للميت والملك للذابح، (الفتاوى البزازية على هامش الهندية-6/295)

প্রামান্য গ্রন্থাবলী:

১. ফাতওয়া কাজীখান আলা হামিশিল হিন্দিয়া-৩/২৫২

২. ফাতওয়া বাজজাজিয়া আলা হামিশিল হিন্দিয়া-৬/২৯৫

৩. ফাতওয়া তাতারখানিয়া-১৭/৪৫০

৪. ফাতওয়া আল ওয়াল ওয়ালিজিয়্যাহ-৬/৪৮৪

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

সাক্ষীদের না জানা অবস্থায় ইংরেজী ভাষায় ইজাব কবুল করলে বিবাহ হবে কি?

প্রশ্ন সম্মানিত মুফতি সাহেব,আল্লহ আপনার ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করুন।বিনয়ের সাথে একটি সমস্যার সমাধান জানতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *