প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / মহিলাদের জন্যও নিজের কুরবানী পশু স্বহস্তে জবাই করা উত্তম?

মহিলাদের জন্যও নিজের কুরবানী পশু স্বহস্তে জবাই করা উত্তম?

প্রশ্ন

মুহতারাম মুফতী সাহেব। আমার প্রশ্ন হল, শুনেছি যে,নিজের কুরবানীর পশু নিজের হাতে কুরবানী করা উত্তম। তাহলে আমার প্রশ্ন হল, যে সমস্ত মহিলারা কুরবানী দিচ্ছে, তাদের জন্যও নিজের কুরবানী নিজ হাতে দেয়া উত্তম?

উত্তম

بسم الله الرحمن الرحيم

যদি শরয়ী কোন প্রতিবন্ধকতা না থাকে,এবং ভালভাবে জবাই করতে সক্ষম হয়, তাহলে মহিলারা তাদের নিজেদের কুরবানী নিজে করাই উত্তম।

وندب ان يذبح بيده إن علم ذلك (الدر المختار مع رد المحتار-9/474)

المستحب هو أن يذبح أضحية بيده إن كان يحسن الذبح (البناية-12/61)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

অগ্রীম বাসা ভাড়ার উপর বছর অতিক্রান্ত হলে যাকাত কে দিবে?

প্রশ্নঃ মুহতারাম, অমি প্রতি মাসে ৩০ হাজার টাকা দেওয়ার শর্তে বাড়ি ভাড়া নেই। ভাড়া নেওয়ার …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস