প্রশ্ন
আসসালামু আলাইকুম। মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, যে ব্যক্তিকে যেখানকার মাটি দ্বারা তৈরী করা হয়েছে, সে নাকি উক্ত স্থানেই দাফিত হয়, এ বিষয়ে কোন দলীল আছে কী?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হ্যাঁ, এ বিষয়ে দলীল রয়েছে। যেমন-
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجَنَازَةٍ عِنْدَ قَبْرٍ فَقَالَ: ” قَبْرُ مَنْ هَذَا؟ ” فَقَالُوا: قَبْرُ فُلَانٍ الْحَبَشِيِّ يَا رَسُولَ اللهِ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَا إِلَهَ إِلَّا اللهُ , سِيقَ مِنْ أَرْضِهِ , وَسَمَائِهِ إِلَى تُرْبَتِهِ الَّتِي خُلِقَ مِنْهَا
হযরত আবূ সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযার উদ্দেশ্যে এক কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। জিজ্ঞাসা করলেন, কবরটি কার? জবাব দেয়া হল, ওমুক হাবশী ব্যক্তির কবর। তখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ ছাড়া কোন মাবূদ নেই, আল্লাহ ব্যক্তি জমিন আসমান থেকে ঐ জমিনের দিকেই নিয়ে যান, যেখান থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। [শুয়াবুল ঈমান লিলবায়হাকী, হাদীস নং-৯৪২৫]
عن ابن عمر؛ أنَّ حَبَشيًّا دُفِنَ بالمدينة، فقال رسولُ الله صلى الله عليه وسلم: «دُفِنَ بِالطِّينَةِ الَّتِي خُلِقَ مِنْهَا
হযরত ইবনে উমর রাঃ থেকে বর্ণিত। এক হাবশীকে মদীনায় দাফন করা হয়, তখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঐ মাটিতেই দাফন করা হয়, যে মাটি দ্বারা ব্যক্তিকে সৃষ্টি করা হয়েছে। [আলমু’জামুল কাবীর লিততাবারানী, হাদীস নং-১৪০২২]
فإذا مات ذلك الجسد، دفن حيث أخذ ذلك التراب
ব্যক্তি যখন মারা যায়, তখন তাকে সেখানেই দাফন করা হয়, যেখানের মাটি দ্বারা সে সৃজিত। [জমউল ফাওয়ায়েদ, বর্ণনা নং-৭৬৪১]
عَنْ عِكْرِمَةَ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ: «يُدْفَنُ كُلُّ إِنْسَانٍ فِي التُّرْبَةِ الَّتِي خُلِقَ مِنْهَا
প্রত্যেক মানুষকে ঐ মাটিতেই দাফন করা হয়, যে মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। [মুসান্নাফ আব্দুর রাজ্জাক, বর্ণনা নং-৬৫৩১]
উপরোক্ত বর্ণনা ছাড়াও অনেক হাদীস ও সূরা ত্বহার ৫৫ নং আয়াতে কারীমার ইংগিত দ্বারা একথা পরিস্কার বুঝে আসে যে, প্রতিটি মানুষকে ঐ স্থানেই দাফন করা হয়, যেখানকার মাটি দিয়ে উক্ত ব্যক্তিকে সৃজন করা হয়েছে।
সুতরাং যাদের দাফন সমুদ্রে, তাকে সমুদ্রতলের মাটি দিয়ে, যার দাফন পাহাড়ে তাকে পাহাড়ের মাটি দিয়ে, আর যারা পুড়ে ছাই হয়ে যায়, তাদের ছাই যেখানে নিক্ষিপ্ত হয়, সেখানকার মাটি দিয়েই তাদের সৃষ্টি করা হয়েছে।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]