প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / রোযা ও কুরবানীর ঈদ উপলক্ষে মাদরাসার শিক্ষকদের বোনাস দেয়া জায়েজ আছে কি না?

রোযা ও কুরবানীর ঈদ উপলক্ষে মাদরাসার শিক্ষকদের বোনাস দেয়া জায়েজ আছে কি না?

প্রশ্ন

রোযা ও কুরবানীর ঈদ উপলক্ষে মাদরাসার শিক্ষকদের বোনাস দেয়া জায়েজ আছে কি না?

কুরআন, হাদীস ও ফিকহের মাধ্যমে জানালে উপকৃত হবো।

মাওলানা জালালুদ্দীন

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি এটি উক্ত প্রতিষ্ঠানের নিয়ম হয়, আর বেতনদাতাগণ এ বিষয়ে ওয়াকিফহাল হয়ে থাকেন, তাহলে বোনাস দিতে কোন সমস্যা নেই। [ফাতাওয়া মাহমুদিয়া-২৩/১৯৪, কিতাবুন নাওয়াজেল-১৪/১৪২-১৪৩]

الثابت بالعرف كالثابت بالنص (قواعد الفقه، رقم القاعدة-101)

على أنهم صرحوا بأن مراعة غرض الواقفين واجبة، (رد المحتار، كتاب الوقف، مطلب غرض الواقفين واجبة والعرف يصلح مخصصا-6/665)

العادة محكمة (الأشباه والنظائر، القاعدة السادسة من الفن الأول-268 زكريا)

عَنِ ابْنِ عَبَّاسٍ , أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي خُطْبَتِهِ فِي حَجَّتِهِ:  «أَلَا وَإِنَّ الْمُسْلِمَ أَخُو الْمُسْلِمِ , لَا يَحِلُّ لَهُ دَمُهُ وَلَا شَيْءٌ مِنْ مَالِهِ إِلَّا بِطِيبِ نَفْسِهِ (سنن الدار قطنى، رقم-2881)

عَنْ أَبِي حُرَّةَ الرَّقَاشِيِّ، عَنْ عَمِّهِ , أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” لَا يَحِلُّ مَالُ رَجُلٍ مُسْلِمٍ لِأَخِيهِ , إِلَّا مَا أَعْطَاهُ بِطِيبِ نَفْسِهِ (السنن الكبرى للبيهبى، رقم-16756)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …