প্রচ্ছদ / কিতাব/বই ও লেখক পরিচিতি / মাওলানা আবুল হাসান আলী নদভী রহঃ এবং পিডিএফ বই সম্পর্কে মতামত

মাওলানা আবুল হাসান আলী নদভী রহঃ এবং পিডিএফ বই সম্পর্কে মতামত

প্রশ্ন

জনাব, আসসালামু আলাইকুম।

আমি অনলাইন থেকে বিভিন্ন বইয়ের পিডিএফ নামিয়ে পড়ি। মাওলানা আশরাফ আলী থানবী রহঃ এর বই।

আর মাওলানা আবুল হাসান আলী নদভী রহঃ এর সম্পর্কে আহলে সুন্নত ওয়াল জামাতের মতামত কী?

আর আমার এক বন্ধু বলল, ফোনে পিডিএফ পড়লে গোমরাহ হওয়ার সম্ভাবনা আছে। কারণ বইয়ের পেইজ পরিবর্তন করা হতে পারে। যদিও বইয়ের নাম একই।

এ ব্যাপারে আপনাদের মতামত দান করলে উপকৃত হবো।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

মাওলানা আবুল হাসান আলী নদবী একজন বিশ্ববিখ্যাত আলেম। মুখলিস দাঈ। আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী। দ্বীনের জন্য নিবেদিতপ্রাণ এক মহান ব্যক্তিত্ব। উম্মাহের প্রয়োজনে তিনি অনেক উপকারী গ্রন্থ রচনা করে গেছেন। তার লিখিত একেকটি গ্রন্থ জাতির সঠিক দিশা হিসেবে উলামা মহলে ব্যাপক স্বীকৃতি লাভ করেছে। এ মহান সাধকের ব্যাপারে খারাপ ধারণা থেকে মুক্ত থাকা উচিত। আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।

ইন্টারনেটের বিভিন্ন ওয়েব সাইটে আপলোড করা পিডিএফ বইয়ের ক্ষেত্রে আপনার বন্ধুর ধারণা একদম অমূলক নয়। এমনটি হতে পারে।

এক্ষেত্রে নির্ভরযোগ্য সাইটে আপলোডকৃত হলে সমস্যা নেই। পড়া যায়।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– [email protected] 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …