প্রশ্ন
স্ত্রীর আপন বোনের সাথে অবৈধ সম্পর্ক করলে স্ত্রীর সাথে বিয়ে নষ্ট হয়ে যায়?
উত্তর
بسم الله الرحمن الرحيم
না, বিয়ে নষ্ট হয় না। কিন্তু কাজটি চরম ঘৃণিত এবং নিকৃষ্ট। সেই সাথে মারাত্মক গোনাহের কাজ।
এ থেকে বেঁচে থাকা আবশ্যক।
وطئ اخت امرأته لا تحرم عليه امرأته (الدر المختار مع رد المحتار، كتاب النكاح، فصل فى المحرمات، مكتبة الأزهر-4\116)
وَلَا تَقْرَبُوا الزِّنَا ۖ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا [١٧:٣٢]
আর ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। (সূরা বনী ইসরাঈল-৩২)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]