প্রশ্ন
এজিদের উপর লানত বর্ষণ করার হুকুম কী? তার ব্যাপারে আমাদের অবস্থান কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
জমহুর আহলে সুন্নাতের মতে ইয়াযিদ ফাসিক। তাকে কাফের বলা যাবে না। তার উপর লা’নত করা থেকে নিরব থাকবে।
আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদার উপর রচিত কবিতায় এসেছেঃ
ولم يلعن يزيدا بعد موت
سوى المكثار فى الأغراء غال
এজিদের মৃত্যুর পর প্রগলভ সীমালঙ্ঘণকারী কতিপয় উস্কানীদাতা ছাড়া তার উপর কেউ লানত বর্ষণ করেনি।
উক্ত কবিতায় ব্যাখ্যায় মোল্লা আলী কারী রহঃ লিখেছেনঃ
لم يلعن أحد من السلف يزيد بن معاوية سوى الذين اكثر والقول فى التحريض على لعنه وبالغوا فى أمره وتجاوزوا عن حده كالرافضية والخوارج وبعض المعتزلة… فلا شك ان السكوت أسلم (شرح الأمالى لملا على القارى-27-28)
এজিদের উপর সালাফের কেউ লানত বর্ষণ করেননি। রাফেজী, খারেজী এবং কতিপয় মুতাজিলা ছাড়া। যারা বাচালতার ক্ষেত্রে সীমালঙ্ঘণকারী।
فلا شك ان السكوت اسلم
এতে কোন সন্দেহ নেই যে, তার ব্যাপারে চুপ থাকাই নিরাপদ। [শরহুল আমালী, মোল্লা আলী কারীকৃত-২৭-২৮]
এ কারণেই আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা হল, এজিদের উপর লানতও বর্ষণ করা হবে না। আবার হযরত হুসাইন রাঃ এর বিপরীতে তার প্রশংসাও করা হবে না। [আপ কি মাসায়েল আওর উনকা হল-১/৪০২-৪০৩]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com