প্রশ্ন
আসসালামুয়ালাইকুম,
আচ্ছা জনাব,আমার এক বন্ধু বলছে,সেন্টু গেঞ্জি কিংবা খালি গায়ে নামাজ পড়লে ও নাকি নামায হবে? কথাটা কি সত্য?
আমার মতে,খালি গায়ে কিংবা কনুই এর উপরে কাপর পরিধান করলে নামায হয় না।
দয়া করে উত্তরটি জানাবেন।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সতর ঢাকা অবস্থায় খালি গায়ে বা সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে নামায পড়লে নামায হয়ে যাবে। কিন্তু নামায মাকরূহে তাহরীমি হবে। তাই জামা কাপড় থাকা অবস্থায় এভাবে নামায পড়া নিষেধ।
يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ [٧:٣١
হে বনী-আদম! তোমরা প্রত্যেক নামাযের সময় সাজসজ্জা পরিধান করে নাও,[সূরা আ’রাফ-৩১]
لو صلى وقد رفع كميه الى المفرفقين يكره (الفتاوى السراجية، كتاب الصلاة، باب ما يكره فى الصلاة-70
وكذا فى الهندية-1/135
وفى رد المحتار-2/406
وفى قاضيخان على هامش الهندية-1/135
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]