প্রশ্ন
আসসালামু আলাইকুম ।
স্ত্রীর খুশির জন্য যদি খালি গলায় ( বাদ্য যন্ত্র বিহীন) প্রেমের গান গাই তবে কি গুনাহ হবে ?
যদি শুধুই তার জন্য প্রেমের কবিতা লিখি তবে কি গুনাহ হবে ?
আহালে হক মিডিয়ার প্রচার ও প্রসার এর জন্য অনেক দুয়া ও শুভ কামনা রইল ।
মোহাম্মদ ফারুক
সফটওয়্যার ইঞ্জিনিয়ার ।
বাসা : খিলক্ষেত , তালের টেক,
ঢাকা – ১২২৯ ।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحمن
কয়েকটি শর্তে স্ত্রীকে কবিতা গান শুনানো যাবে বা স্ত্রীর উদ্দেশ্যে লেখা যাবে। যথা-
১
লেখার ভাষা শালীন হতে হবে। অশ্লীল হতে পারবে না।
২
অন্য কোন মেয়ের দিকে ইংগীতবহ কিংবা উল্লেখকরণমূলক হতে পারবে না।
৩
শরীরের লুকায়িত অঙ্গ সম্পর্কিত হতে পারবে না।
৪
শরীয়ত গর্হিত কথা থাকতে পারবে না।
এসব কাজেই মগ্ন থাকা উচিত নয়। এসব কোন প্রয়োজনীয় কাজ নয়। স্ত্রীকে খুশি করতে হাদীসের গল্প শোনানো যায়। মুসলমানদের ইতিহাস, বুযুর্গানে দ্বীনের গল্প শোনানো যায়। যথা সম্ভব অহেতুক কাজ থেকে বিরত থাকা উচিত।
فى المنهاج: وَيُبَاحُ قَوْلُ شَعْرٍ وَإِنْشَادُهُ إلَّا أَنْ يَهْجُوَ أَوْ يُفْحِشَ، أَوْ يُعَرِّضَ بِامْرَأَةٍ مُعَيَّنَةٍ.
وفى مغنى المحتاج: (بِامْرَأَةٍ مُعَيَّنَةٍ) غَيْرِ زَوْجَتِهِ وَأَمَتِهِ، وَهُوَ ذِكْرُ صِفَاتِهَا مِنْ طُولٍ وَقِصَرٍ وَصُدْغٍ وَغَيْرِهَا فَيَحْرُمُ ………… وَيُشْتَرَطُ أَنْ لَا يُكْثِرَ مِنْ ذَلِكَ وَإِلَّا رُدَّتْ شَهَادَتُهُ، قَالَهُ الْجُرْجَانِيِّ، وَلَوْ شَبَّبَ بِزَوْجَتِهِ أَوْ أَمَتِهِ مِمَّا حَقُّهُ الْإِخْفَاءُ رُدَّتْ شَهَادَتُهُ لِسُقُوطِ مُرُوءَتِهِ، وَكَذَا لَوْ وَصَفَ زَوْجَتَهُ أَوْ أَمَتَهُ بِأَعْضَائِهَا الْبَاطِنَةِ (مغنى المحتاج للشربيني، 6/350-351، دار الكتب العلمية)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]