প্রশ্ন
কোরবানী শরীকে দিলে শরীক কেমন হতে হবে এমন কোন শর্ত আছে কি? শরীকের আখলাক বা লেনদেন শুদ্ব না হলে কোরবানী কোন সমস্যা হবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
শরীক কুরবানী দেবার ক্ষেত্রে মৌলিকভাবে দু’টি বিষয় লক্ষ্যণীয়। তাহল,
১
শরীক ব্যক্তির সম্পদ হালাল হতে হবে।
২
শুধু গোস্ত খাওয়ার নিয়ত নয়, বরং আল্লাহর জন্য কুরবানী করার বিশুদ্ধ নিয়ত থাকতে হবে।
৩
কুফর ও শিরকমুক্ত আকীদা সম্পন্ন হতে হবে। যেমন শিয়া, কাদিয়ানী, দেওয়ানবাগীর মুরীদ ইত্যাদি ভ্রান্ত আকীদাপন্থী না হতে হবে।
উপরোক্ত তিনটি বিষয়ের কোন একটির দোষে যদি দোষী ব্যক্তির সাথে শরীকে কুরবানী দিলে শরীক কারো কুরবানীই বিশুদ্ধ হবে না। তাই শরীক নেবার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত।
او كان شريك السبع من يريد اللحم أو كان نصرانيا ونحو ذلك لا يجوز للآخرين (الفتاوى الهندية، كتاب الاضحية، الباب الثامن فيما يتعلق بالشركة فى الضحايا-5/304)
وإن كان أحدهم يريد اللحم لم يجز عن واحد منهم (تاتارخانية-17450, رقم-27793)
وإن كان شريك الستة نصرانيا أو مريد اللحم لم يجز عن واحد (الدر المختار مع رد المحتار-9/472)
فلو أراد أحدهم بنصيبه اللحم…… لا يجوز عن واحد منهم (ملتقى الأبحر-2/517
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]