প্রশ্ন
উভয় পক্ষ থেকে দালালীর টাকা গ্রহণ কি বৈধ আছে?
খুলাসা করে বলি। যেমন একজন জমির দালাল। যিনি জমি ক্রয় করবেন, তাকে জমিন ক্রয় করে দেবার দায়িত্ব নিয়ে, তার কাছ থেকে টাকা গ্রহণ। আবার যার জমি বিক্রি হচ্ছে, তাকে গ্রাহক সংগ্রহ করে দেয়ায় জমির মালিক থেকেও দালালী বাবদ টাকা গ্রহণ কি জায়েজ আছে?
দয়া করে জানালে কৃতজ্ঞ হবো।
উত্তর
بسم الله الرحمن الرحيم
হ্যাঁ, উভয়ের কাছ থেকেই মধ্যসত্মভোগী হিসেবে টাকা গ্রহণ বৈধ হবে। [কিতাবুন নাওয়াযেল-১২/৩৬৫]
فال فى التاتارخانية: وفى الدلال والسمسار يجب اجر المثل، (رد المحتار-9/87
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com