প্রশ্ন:
From: Numan Hussain
Subject: দোয়া
Country : New York, USA
Message Body:
আসসালামু আলাইকুম ভাই, আমাকে এক আহলে হাদিস ভাই বলেছে যে, আমরা যারা ফরজ নামাজ পড়ার পর ইমাম সাহেবের সাথে এক সঙ্গে মিলে দোয়া করি্, এটা নাকি বেদাত্, এর কোন প্রমাণ হাদিসে নেই্ এবং এটা নাকি আমাদের আলেমদের সৃষ্টি। এমনকি আমারা যারা ইমাম সাহেবের সাথে নিজেরা মনে মনে দোয়া করি এটাও না কি ঠিক নয়, আমাকে সে বড় কোন ওয়াজ মাহফিলে এভাবে দোয়াতে শরিক না হতে নিষেধ করেছে।
ভাই দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমাকে এবং আমার মতো যারা মাদ্রাসায় পড়িনি তাদেরকে , এই সব আহলে হাদিসের ফেৎনা থেকে উদ্ধার করে অসেস সওয়াবের অধিকারী হোন
জবাব:
بسم الله الرحمن الرحيم
রাসূল সাঃ ফরয নামাযের পর দুআ করতেন-اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ ، وَمِنْك السَّلاَمُ ، تَبَارَكْت يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ
[আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম] এমনটি হযরত ইবনে ওমর রাঃ এবং আব্দুল্লাহ বিন আমর রাঃ ও এরকম দুআ করতেন। {মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-৩১১২}এছাড়া রাসূল সাঃ বিভিন্ন শব্দে নামাযের পর দুআ করতেন-(মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-৩১১৩, ৩১১৭}
عن أبي أمامة قال : قيل لرسول الله صلى الله عليه و سلم أي الدعاء أسمع ؟ قال جوف الليل الآخر ودبر الصلوات المكتوبات (سنن الترمذى، كتاب الدعوات، رقم الحديث-3499
অনুবাদ-হযরত আবু উমামা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ কে জিজ্ঞেস করা হল-কোন দুআটি অধিক কবুল হয়? তিনি বললেন-যে দুআ শেষ রাতে ও ফরয নামাযের পর করা হয়। {সুনানে তিরমিযী, হাদীস নং-৩৪৯৯, সুনানে নাসায়ী, হাদীস নং-৯৯৩৬, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং-৩৯৪৮}
উপরোক্ত হাদীস দ্বারা বুঝা গেল যে, ফরয নামাযের পর দুআ করা উত্তম। সেই সাথে কবুল হবার নিশ্চয়তা রয়েছে। তাই ফরয নামাযের পর দুআ করা উত্তম।
কিন্তু ফরয নামাযের পর সম্মিলিত দুআ রাসূল সাঃ থেকে প্রমাণিত নয়। তাই যদি কেউ মনে করে যে, ফরয নামাযের পর দুআ করতেই হবে, বা দুআটি নামায কবুল হবার শর্ত তাহলে দুআ করা বিদআত। কিন্তু এমনিতে বা মুসল্লিদের দুআ শিখানোর ইচ্ছেয় ফরয নামাযের পর সম্মিলিত দুআ করাতে কোন সমস্যা নাই। যেহেতু ফরয নামাযের পর দুআ করার ফযীলত রাসূল সাঃ থেকে প্রমাণিত।
বিভ্রান্তি সৃষ্টিকারী থেকে আল্লাহ তাআলা সাধারণ মুসলমানদের হিফাযত করুন। আমীন। ছুম্মা আমীন।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
জাজাকাল্লাহ.. শায়েখ, আমি শুনেছি হাঠাজারিতে নাকি ফরজ নামাজের পর সম্মিলিত দয়া করা হয় না.. এটা কি সত্যি?