প্রচ্ছদ / দুআ-দরূদ ও অজীফা / কুরআনের অনুবাদ পড়লে সওয়াব হবে?

কুরআনের অনুবাদ পড়লে সওয়াব হবে?

প্রশ্ন:

From: তানভির
Subject: কোরআন পাঠ
Country : america
Mobile :
Message Body:

আমি কোরআন শরীফ এর বাংলা বা ইংলিস অর্থ পাঠ করলে কি সমান নেকি পাব???

জবাব:

بسم الله الرحمن الرحيم

আরবী পাঠ ছাড়া শুধুমাত্র কুরআনের অনুবাদ পড়লে কুরআন পাঠের সওয়াব পাওয়া যাবে না। [ফাতওয়ায়ে শামী-১/৪৮৬, ফাতওয়ায়ে মাহমুদিয়া-৭/২১৪]

عبد الله بن مسعود يقول : قال رسول الله صلى الله عليه و سلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول آلم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف

অনুবাদ-হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-যে ব্যক্তি আল্লাহর কুরআনের একটি হরফ তিলাওয়াত করবে, সে বিনিময়ে একটি নেকি পাবে। আর তা দশ গুণে বাড়িয়ে দেওয়া হবে। নবীজী সাঃ বললেন-আমি বলিনি ‘আলিফ, লাম, মিম একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, আর মীম একটি হরফ। {সুনানে তিরমিযী, হাদীস নং-২৯১০, শুয়াবুল ঈমান, হাদীস নং-১৯৮৩, মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-৩০৫৫২}

এ হাদীসে কুরআন পাঠের ফযীলত আরবীতে যারা পড়েন তাদের ক্ষেত্রেই স্পষ্ট। অনুবাদের ক্ষেত্রে এ ফযীলত আরোপ করা সম্ভব নয়।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *