প্রচ্ছদ / প্রশ্নোত্তর / কোন মূল্যের যাকাত দিবে? ক্রয় মূল্য না বর্তমান বাজারমূল্যে?

কোন মূল্যের যাকাত দিবে? ক্রয় মূল্য না বর্তমান বাজারমূল্যে?

প্রশ্ন

From: MD.TARIQUL ISLAM
বিষয়ঃ Zakat

On which price of ornament will Zakat be calculated? Purchasing price, selling price or market price? Plz answer in detail, Jazakallahu khair.

উত্তর

بسم الله الرحمن الرحيم

যেদিন যাকাত আদায় করা হচ্ছে, সেদিনকার বাজারমূল্য অনুপাতে যাকাত নির্ধারণ করা হবে। [ফাতাওয়া উসমানী-৩/৫২]

فى الدر المختار: وَتُعْتَبَرُ الْقِيمَةُ يَوْمَ الْوُجُوبِ، وَقَالَا يَوْمَ الْأَدَاءِ. وَفِي السَّوَائِمِ يَوْمَ الْأَدَاءِ إجْمَاعًا، وَهُوَ الْأَصَحُّ، وَيُقَوَّمُ فِي الْبَلَدِ الَّذِي الْمَالُ فِيهِ

وفى رد المحتار: وَفِي الْمُحِيطِ: يُعْتَبَرُ يَوْمُ الْأَدَاءِ بِالْإِجْمَاعِ وَهُوَ الْأَصَحُّ اهـ فَهُوَ تَصْحِيحٌ لِلْقَوْلِ الثَّانِي الْمُوَافِقِ لِقَوْلِهِمَا، وَعَلَيْهِ فَاعْتِبَارُ يَوْمِ الْأَدَاءِ يَكُونُ مُتَّفَقًا عَلَيْهِ عِنْدَهُ وَعِنْدَهَا (رد المحتار، كتاب الزكاة، باب زكاة الغنم-3/211

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *