প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / শেয়ার ব্যবসার মালের উপর যাকাত আবশ্যক হবে কি?

শেয়ার ব্যবসার মালের উপর যাকাত আবশ্যক হবে কি?

প্রশ্ন

From: maolana obaidollah
বিষয়ঃ শেয়ার ব্যবসার মালের যাকাত আসবে কি?

প্রশ্নঃ
আমার জানার মূল বিষয় হলো শেয়ার ব্যবসার উপর যাকাত আসবে কি না, শেয়ার ব্যবসায় আমার অনেক টাকা আটকে আছে, এখন ঐ টাকার যাকাত দিতে হবে কিনা? জানালে খুসি হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

বর্তমানে শেয়ার মার্কেটে যেসব শেয়ার বাংলাদেশে লেনদেন করা হয়, এর মূল মাকসাদ সাধারণতঃ ক্যাপিটাল গেইন তথা মূল্য বাড়লে বিক্রি করে মুনাফা লাভ করার মানসেই হয়ে থাকে।

আর এমন শেয়ারের বিধান হল, শেয়ারগুলোর বর্তমান বাজারমূল্য হিসেব করে যাকাত আদায় করতে হবে।[ফিক্বহী মাকালাত-১/১৫৫, জাদীদ ফিক্বহী মাসায়েল-১/২১২, ফাতাওয়া মাহমূদিয়া-১৪/১৩৬]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ছেলে ও মেয়ে এবং সাক্ষীগণ আলাদা স্থানে থেকে গ্রুপ কলে বিবাহ করলে কি বিবাহ শুদ্ধ হয়?

প্রশ্ন আমি এবং একজন মুসলিম মেয়ে গোপনে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি নিকাহ সম্পন্ন করি। মেয়েটি …