প্রচ্ছদ / প্রশ্নোত্তর / সাড়ে তিন বছরের এতিম ভাগ্নিকে যাকাত দেয়া যাবে কি?

সাড়ে তিন বছরের এতিম ভাগ্নিকে যাকাত দেয়া যাবে কি?

প্রশ্ন

From: শাহাদাত হোছাইন
বিষয়ঃ যাকাত

কিছু দিন আগে সৌদি আরবে গিয়ে আমার বোন জামাই নিহত হন। তার একটি মেয়ে আছে সাড়ে তিন বছর বয়সি (আমার ভাগিনী)। আমি কি তাকে যাকাত দিতে পারবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

দু’টি শর্তে তাকে যাকাত দেয়া যাবে। যথা-

যাকাত গ্রহণ করার উপযোগী গরীব হতে হবে।

যাকাতের অর্থ তাকে দেখাশোনাকারীর হাতে হস্তান্তর করতে হবে।

উপরোক্ত দু’টি শর্তে আপনার ভাগিনীকে যাকাত প্রদান করতে পারবেন।

دَفَعَ الزَّكَاةَ إلَى صِبْيَانِ أَقَارِبِهِ بِرَسْمِ عِيدٍ أَوْ إلَى مُبَشِّرٍ أَوْ مُهْدِي الْبَاكُورَةِ جَازَ

وفيه ايضا: (قَوْلُهُ: إلَى صِبْيَانِ أَقَارِبِهِ) أَيْ الْعُقَلَاءِ وَإِلَّا فَلَا يَصِحُّ إلَّا بِالدَّفْعِ إلَى وَلِيِّ الصَّغِيرِ (رد المحتار، كتاب الزكاة، باب المصرف-3/307، البحر الرائق، كتاب الزكاة-2/201، فتح القدير-2/270)

“والأفضل صرفها للأقرب فالأقرب الخ” قال في النهر والأولى صرفها إلى أخوته الفقراء ثم أولادهم ثم أعمامه الفقراء ثم أخواله ثم ذوي الأرحام ثم جيرانه ثم أهل سكنه ثم أهل ربضه اهـ (حاشية الطحطاوى على مراقى الفلاح، كتاب الزكاة، باب المصرف-722)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *