প্রশ্ন
From: মোঃ মনিরুল ইসলাম
বিষয়ঃ জাকাত
প্রশ্নঃ
আমার জাকাত এর নেসাব পরিমান মাল আছে, কিন্তু এক বছর পূর্ণ হতে আরও 4 মাস বাকি, এমতাবস্থায় এই রমজানে কি আমার জাকাত দিতে হবে, না কি 4 মাস পরে জাকাত দিতে হবে । যদি এই রমজানে হিসাব করে জাকাত দেই তবে কি হবে কি না ।
উত্তর
بسم الله الرحمن الرحيم
আপনার উপর যাকাত ফরজ হয়েছে। কিন্তু আদায় করা আবশ্যক হয়নি। আদায় আবশ্য হবে বছর শেষে অর্থাৎ চার মাস পর। কিন্তু এখনো হিসেব করে যাকাত আদায় করে দিলে যাকাত আদায় হয়ে যাবে।
(وَلَوْ عَجَّلَ ذُو نِصَابٍ) زَكَاتَهُ (لِسِنِينَ أَوْ لِنُصُبٍ صَحَّ) لِوُجُودِ السَّبَبِ، (الدر المختار مع رد المحتار، كتاب الزكاة، مطلب استحلال المعصية القطعية كفر باب زكاة الغنم-2/293
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com