প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / রোযা রেখে অশ্লীল জিনিস দেখে মজি বের হলে রোযা ভেঙ্গে যাবে?

রোযা রেখে অশ্লীল জিনিস দেখে মজি বের হলে রোযা ভেঙ্গে যাবে?

প্রশ্ন

From: আমির খান
বিষয়ঃ রোজা

প্রশ্নঃ
আমি আমার মামাতো ভাইয়ের ইমেইল এর ইতিহাস চেক করতে যেয়ে সার্চ ইতিহাস এ কিছু adult history পেলাম । যেটা তে আমি কিছুতা উত্তেজিত অনুভব করি। কিছুক্ষন পরে আমি অনুভব করলাম আমার লজ্জাস্থান দিয়ে পাতলা পানি রঙের মজি বের হয়েছে। এতে কি আমার রোজা নষ্ট হবে ?

উত্তর

بسم الله الرحمن الرحيم

শুধু মজি বের হবার দ্বারা রোযা ভঙ্গ হবে না।

অশ্লীল জিনিস রমজান ছাড়া দেখাই হারাম। সেখানে রমজানে দেখা আরো বড় গোনাহের কাজ। তাই এ কাজ থেকে বিরত থাকা কর্তব্য।

سُئِلَ جَابِرُ بْنُ زَيْدٍ، عَنْ رَجُلٍ نَظَرَ إِلَى امْرَأَتِهِ فِي رَمَضَانَ فَأَمْنَى مِنْ شَهْوَتِهَا، هَلْ يُفْطِرُ؟ قَالَ: «لَا، وَيُتِمُّ صَوْمَهُ» (المصنف لابن ابى شيبة، رقم الحديث-9480

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

আজানের সময় বা খানা খাওয়া ও বাথরুমে গমণ এবং স্বাভাবিক অবস্থায় মাথায় কাপড় রাখার হুকুম কী?

প্রশ্ন আমার চারটি বিষয়ে জানার ছিলো : ________ ১, বাথরুমে অবস্থানকালীন সময়ে মাথায় কাপড় দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *