প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / রোযা রেখে ফরজ গোসল কিভাবে আদায় করবে?

রোযা রেখে ফরজ গোসল কিভাবে আদায় করবে?

প্রশ্ন

From: শাহাদাত হোসাইন
বিষয়ঃ রোজা অবস্থায় ফরজ গোসলের নিয়ম।

আমরা জানি যে রোজা অবস্থায় গড়গড়া কুলি করা যাবে না। এখন ফরজ গোসলে গড়াগড়া কুলি করা আবশ্যক। এক্ষেত্রে রোজাদার কীভাবে গোসল করবে? গড়াগড়া কুলি না  করলে এবং নাকের নরম অংশে পানি না পৌঁছলে তাঁর গোসল সম্পূর্ণ হওয়ার নিশ্চয়তা কী?
অনুগ্রহ করে বিস্তারিত জানানোর অনুরোধ।

উত্তর

بسم الله الرحمن الرحيم

গোসলের মাঝে গরগরা করা ও নাকের গভীর পর্যন্ত পানি পৌঁছানো ফরজ নয়। বরং সুন্নত। তাই রোযা রাখা অবস্থায় যেহেতু গড়গড়া করে কুলি করলেও নাকের গভীরের নরম স্থানে পানি পৌছানোতে ভিতরে পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তাই গড়গড়া ও নাকের নরম স্থানে পানি পৌছানোতে বেশি চেষ্টা করা প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে কুলি ও নাকে পানি দিবে। গড়গড়া ও নাকের গভীরে পানি প্রবেশের চেষ্টা না করাই উচিত। গোসল আদায় হবে যাবে। পেরেশান হবার কোন কারণ নেই।

قوله: “غسل الفم والأنف” أي بدون مبالغة فيهما فإنها سنة فيه على المعتمد (طحطاوى على مراقى الفلاح، كتاب الطهارة، فصل بيان فرائض الغسل–102

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *