প্রশ্ন
From: আল মাহমুদ
বিষয়ঃ তারাবির নামাজ
হযরত,,
আমাকে ৩য় রমজানে তারাবির শেষে এক ব্যাক্তি বলে উঠল “ভাই তারাবি পরলেন এর ইতিহাস কি জানেন? ” আমি বললাম রাছুল (সাঃ) পরতে বলেছেন আর বলেছেন এটা রমজানের আমল এবং অত্যান্ত নেকির আমল,তিনি বললেন “আরে তারাবির নামাজ কুরাআন বা হাদিস দ্ধারা নয় বরং ইজমা দ্ধারা প্রতিষ্টিত আর রাছুল (সাঃ)এর সময়ে কখনো জামাতের সাথে পরা হয় নি”।
হযরত,আমার প্রশ্ন হল,
তারাবির নামাজ কি ইজমা দ্ধারা সাব্যস্ত?
এবং রাছুলের সময়ে কি তারাবির নামাজ কি জামাতের সাথে পরা নি? দলিল সহ জানালে আতান্ত খুশি হতাম।
উত্তর
بسم الله الرحمن الرحيم
প্রশ্ন করার আগে দয়া করে সাইটের “সার্চ” এর ঘরে কাংখিত শব্দ লিখে সার্চ করে দেখে নিন আপনার কাংখিত প্রশ্নের উত্তরটি আগেই প্রকাশিত হয়েছে কি না? এভাবে সার্চ করে না পেলে ক্যাটাগরি অনুপাতে খুজে দেখুন।
যদি সাইটে আপনার কাংখিত প্রশ্নের উত্তরটি প্রকাশিত না হয়ে থাকে, তাহলেই কেবল নতুন প্রশ্ন করুন।
আপনার কাংখিত প্রশ্নটির একাধিক জবাব আমাদের সাইটে প্রকাশিত হয়েছে।
সংক্ষেপে বলিঃ তারাবীহ নামায জামাতের সাথে পড়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমল। খুলাফায়ে রাশেদীনদের আমল এবং সালাফে সালেহীনদের মাধ্যমে নিরবেচ্ছিন্নভাবে প্রমাণিত।
পড়ুন-
তারাবীহ নামায বিশ রাকাতঃ একটি দলীলভিত্তিক পর্যালোচনা
এছাড়া আরো লেখা ও ভিডিও দেখতেঃ
রমজান রোযা ও তারাবীর বিধানাবলী সংক্রান্ত
লেখাগুলো পড়ুন। ইনশাআল্লাহ তারাবীহ সংক্রান্ত আপনার সকল সন্দেহ দূর হবে ইনশাআল্লাহ। এছাড়া আমাদের সাইটে সার্চ করলে তারাবীহ নামাযের রাকাত সংখ্যা বিষয়ক বাহাসের ভিডিও আছে। তাও দেখতে পারেন।
জাযাকুমুল্লাহ।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]