প্রশ্ন
আসসালামুআলাইকুম। তাজ সোলেমানী তাবিজের কিতাব {{ প্রকাশনী: আফতাব বুক হাউজ}} বইয়ে বিভিন্ন তদবিরের জন্য যেভাবে তাবিজ লিখে কাইতন দিয়ে কোমরে-হাতে বাধতে বলা হয়েছে । সেভাবে করলে সেটা ইসলাম সম্মত কিনা? নাকি তাবিজ কি হুজুরের কাছ থেকেই নিতে হবে?
[নাম প্রকাশে অনিচ্ছুক]
উত্তর
بسم الله الرحمن الرحيم
তাজ সুলেমানী তাবীজ বইটিতে অনেক দুর্বোধ্য ও উদ্ভট তাবীজে ভরপুর। এসবের হাকীকী অবস্থা আল্লাহু আলামু। তাই এ বইয়ের তাবীজ ব্যবহারের অনুমোদন আমরা দিতে পারছি না। কোন সুন্নতের পাবন্দ তদবীরকারী ব্যক্তি যদি কুরআন ও হাদীসের আলোকে, শিরকমুক্ত তাবীজ দিয়ে থাকেন, তাহলে তা ব্যবহার করতে পারেন।
এক্ষেত্রে সবচে’ উত্তম হয় হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহঃ সংকলিত “আমালে কুরআনী” নামক বইটিতে উদ্ধৃত বিভিন্ন বিষয়ের ফলাফল লাভের উদ্দেশ্যে উদ্ধৃত আমলগুলো করা।
জাযাকাল্লাহ।
তাবীজের বৈধতা বিষয়ে জানতে পড়ুন- তাবীজ মানেই কি শিরক?
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]