প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / রুগ্ন বকরী জবাই করে ফেলা কি খারাপ?

রুগ্ন বকরী জবাই করে ফেলা কি খারাপ?

প্রশ্ন

আস্সালামু আলাইকুম।
হুজুর একটি ছাগল হঠাৎ অসুস্থ হয়ে গেছে। ছাগলটির পেট ফুঁলে ফেঁপে গেছে। এমতাবস্থায় ছাগলটির মালিক দৌড়ে তার মহল্লার ইমাম সাহেবের কাছে গিয়ে ছাগলটি জবাই করে দেওয়ার জন্য অনুরুধ করলে ইমাম সাহেব তাকে বলে দিল ভাই এই রুগ্ন মুমূর্ষু অবস্থায় ছাগলটিকে জবাই করতে আমার বিবেকে বাধা দিচ্ছে। আমি জবাই করতে পারবো না। বরং আপনি বিসমিল্লাহ বলে জবাই করে দিন। তার রুহ থাকা অবস্থায় জবাই করলে তার গোস্তো খাওয়া জায়েজ হবে। আমার প্রশ্ন হলো ইমাম সাহেব এমনটি করলেন কেন? অসুস্থ অবস্থায় পশু জবাই করা কি খারাপ কোন কিছুর দিকে ইঙ্গিত করে? তাহলে কি অসুস্থ অবস্থায় পশু জবাই দেওয়া ঠিক হবে না?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

পশু অসুস্থ্য হয়ে গেলে মরতে না দিয়ে জবাই করে ফেলাই উচিত। এটা কোন খারাপ কিছুর ইংগিত করে না। এমন মনে করা কুসংস্কার বৈ কিছু নয়।  

عن ابن عمر أن امرأة كانت ترعى لآل كعب بن مالك غنما بسلع، فخافت على شاة منها أن تموت، فأخذت حجرا فذبحتها به وإن ذلك ذكر لرسول الله صلى الله عليه وسلم فأمرهم بأكلها (سنن الدارمى-2/1255، رقم-2014، صحيح البخارى-2/827، رقم-5501)

ذبح شاة مريضة حلت (رد المحتار، زكريا-9/447، كرتاشى-6/308)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

অজ্ঞাত বিধর্মীর টাকা আত্মসাৎ করলে আদায় করার উপায় কি?

প্রশ্নঃ আসসালামু আলাইকুম। আমি প্রায় ২৫ বছর আগে এক অমুসলিমের সাথে কাজ করার সময় সময় …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস