প্রশ্ন
যেসব সালামের উচ্চারণ সহিহ না কিংবা ভঙ্গিমা বিধর্মীদের ন্যায়, এসমস্ত সালামের জওয়াব দেয়া জরুরী কি?
Redwan Hussain Rahat
Kaligonj,Gazipur.
উত্তর
بسم الله الرحمن الرحيم
যদি সালাম এমনভাবে প্রদান করে যে, সালামের অর্থই পাল্টে যায়, তাহলে এমন সালামের জবাব দেয়ার প্রয়োজন নেই। যেমন বলল, সালাম আলাইকুম।
তাহলে আরবী তারকীব অনুপাতে এটি গলদ। তাই এমন সালামের জবাব দেয়ার প্রয়োজন নেই।
বাকি সালামের জবাব দিয়ে, ভুলকারীকে বিশুদ্ধ পদ্ধতিটি শিক্ষা দেয়াটাই উত্তম হবে।
وانه لا يجب رد سلام عليكم بجزم الميم
وقال ابن عابدين: (بجزم الميم) الأولى بسكون الميمو قال ط: وكأن عدم الوجوب لمخالفته السنة التى جاءت بالتركيب العربى (رد المحتار، كتاب الحظر والاباحة، باب الاستبراء وغيره-9/596
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
মুহাদ্দিস-জামিয়া উবাদা ইবনুল জাররাহ, ভাটারা ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com