প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / দুই শরীকের একজন দুই ভাগ ও একজন এক ভাগ টাকা প্রদান করে নাম কমবেশি দিয়ে কুরবানী করলে কুরবানী হবে কি?

দুই শরীকের একজন দুই ভাগ ও একজন এক ভাগ টাকা প্রদান করে নাম কমবেশি দিয়ে কুরবানী করলে কুরবানী হবে কি?

প্রশ্ন

From: মো. ইমরান খান
বিষয়ঃ কুরবানীর শরীক বিষয়ক

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম।
প্রিয় ও শ্রদ্ধেয় শাইখ, আমার আব্বু আর চাচ্চু গত দু’বছর যাবত একসাথে এই হিসেবে কুরবানি দিয়ে আসছে যে, অর্থের বেলায় ৩ ভাগের দু’ভাগ আব্বু দেয়, গোস্ত ও তিন ভাগের দু’ভাগ নেয়, নাম দেয় চারটা।
চাচ্চু টাকা আর গোস্ত তিন ভাগের এক ভাগ। নাম দেয় তিনটি।
এমতাবস্থায় উভয়ে পূর্ণ সন্তুষ্ট।
এই পন্থায় কি কোরবানি বৈধ হবে?
আর না হলে পূর্বের কোরবানির ব্যাপারে বিধান কি হবে?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

এভাবে কুরবানী দেয়া জায়েজ আছে। সমস্যা নেই।

وَلَا شَكَّ فِي جَوَازِ بَدَنَةٍ أَوْ بَقَرَةٍ عَنْ أَقَلَّ مِنْ سَبْعَةٍ بِأَنْ اشْتَرَكَ اثْنَانِ أَوْ ثَلَاثَةٌ أَوْ أَرْبَعَةٌ أَوْ خَمْسَةٌ أَوْ سِتَّةٌ فِي بَدَنَةٍ أَوْ بَقَرَةٍ؛ لِأَنَّهُ لَمَّا جَازَ السُّبْعُ فَالزِّيَادَةُ أَوْلَى، وَسَوَاءٌ اتَّفَقَتْ الْأَنْصِبَاءُ فِي الْقَدْرِ أَوْ اخْتَلَفَتْ؛ بِأَنْ يَكُونَ لِأَحَدِهِمْ النِّصْفُ وَلِلْآخَرِ الثُّلُثُ وَلِآخَرَ السُّدُسُ بَعْدَ أَنْ لَا يَنْقُصَ عَنْ السُّبْعِ (بدائع الصنائع، كتاب الاضحية، محل اقامة الواجب-4/208

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

মুহাদ্দিস-জামিয়া উবাদা ইবনুল জাররাহ, ভাটারা ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

One comment

Leave a Reply to Md alimuddin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *