প্রচ্ছদ / ওয়াকফ/মসজিদ/ঈদগাহ / মসজিদের জন্য ওয়াকফকৃত স্থানে মাদরাসা নির্মাণ করা যাবে কি?

মসজিদের জন্য ওয়াকফকৃত স্থানে মাদরাসা নির্মাণ করা যাবে কি?

প্রশ্ন

মাদ্রাসার জন্য বিল্ডিং করা  ওয়াকফ বিহীন  জায়গা,   কোন এক কারনে জমির মালিক মসজিদের নামে  ওয়াকফ দিল।  এখন মাদ্রাসা চালু হয়েছে, তাই এখন মাদ্রাসা  এই জায়গায় চালু করা যাবে কিনা।

বিঃদ্রঃ  এই জায়গাটি এখন মসজিদের প্রয়োজন নেই এবং  দানকারি বা জমির মালিক এখনো জীবিত আছে।

উত্তর

بسم الله الرحمن الرحيم

এরকম পরিস্থিতি সৃষ্টি করা উচিত হয়নি। মাদরাসার জন্য জমি ওয়াকফ না করেই কেন মাদরাসার বিল্ডিং উঠানো হল? এটি ঠিক হয়নি।

এখন সমাধান হল, যেহেতু উক্ত স্থানটি মসজিদের জন্য ওয়াকফ করা হয়ে গেছে। তাই জায়গাটি মসজিদের জন্যই নির্ধারিত হয়ে গেছে। তাই এ স্থানটি অন্য কোন কিছুর মালিকানায় প্রদান করা যাবে না।

বাকি যেহেতু উক্ত স্থানটির কোন প্রয়োজন বাহ্যিকভাবে মসজিদের নেই। তাই উক্ত স্থানটির ভাড়া মাদরাসা কর্তৃপক্ষ বহন করবে। অর্থাৎ উক্ত স্থানটির মালিকানা মসজিদের। তাই মসজিদ কর্তৃপক্ষ সেটি মাদরাসার ভাড়া দিবে। সেই হিসেবে একটি ভাড়া নির্দিষ্ট করবে। যা প্রতি মাসে বা বছরে মাদরাসার পক্ষ থেকে মসজিদে প্রদান করা হবে।

এ পদ্ধতি অনুসরণ করে মসজিদের স্থানে মাদরাসা রাখতে পারবে। নতুবা মাদরাসাটি তুলে দিতে হবে।

شرط الواقف كنص الشارع أي في المفهوم والدلالة، ووجوب العمل به (رد المحتار، كتاب الوقف، مطلب فى قولهم شرط الواقف كنص الشارع-6/649، البحر الرائق، كتاب الوقف-5/245، النهر الفائق، كتاب الوقف-3/326)

فان وقفها على مستحقى وقفه، لم يجز نقلها، (الدر المختار، كتاب الوقف-4/365، سعيد، وكذا فى النهر الفائق، كتاب الوقف-3/318، وكذا فى الجر المنتقى، كتاب الوقف-2/581)

لو خرب ما حوله وقد استغنى الناس عنه لبناء مسجد آخر يبقى مسجدا عند الامام والثانى فلا يعود ميراثا ولا يجوز نقله ونقل ماله إلى مسجد آخر سواء كانوا يصلون فيه او لا، (الدر المختار مع الشامى، كتاب الوقف، مطلب فيما لو خرب او غيره-4/358، كرتاشى، البحر الرائق-5/251، النهر الفائق-3/330)
لا يجوز نقض المسجد ولا بيعه ولا تعطيله وان خربت المحلة (تفسير قرطبى، سورة بقرة، الآية-114-1/7، تفسير المراغى-1/198، تفسير بيضاوى-1/386)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– কাসিমুল উলুম আলইসলামিয়া, আমীনবাজার ঢাকা।

মুহাদ্দিস– মাদরাসা উবাদা ইবনুল জাররাহ, ভাটারা ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

One comment

  1. মু.শাহাদাত হোসাইন শাকের

    জাজাকাল্লাহু খাইরান।।
    আমরা এর দ্বারা খুব উপকৃত হতে পারি

Leave a Reply to মু.শাহাদাত হোসাইন শাকের Cancel reply

Your email address will not be published. Required fields are marked *