প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / ডিপিএসের টাকা ছয় বছর পর উঠানো যাবে এর আগে উক্ত টাকার যাকাতের হুকুম কী?

ডিপিএসের টাকা ছয় বছর পর উঠানো যাবে এর আগে উক্ত টাকার যাকাতের হুকুম কী?

প্রশ্ন

যদি কাৱও নিসাব পরিমান সম্পদ ব্যংকে ডিপিএস হিসেবে জমা থাকে৬ বছৱের জন্য,এবং তা ৬ বছৱ পৱ উত্তোলন করাৱ বাধ্যবাধকতা থাকে বর্তমানে তাৱ কাছে এই সম্পদের যাকাত দেওয়াৱ মত টাকা নেই এমতাবস্থায় তাৱ কি করতে হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

৬ বছর পর যখন টাকা হাতে আসবে, তখন পিছনের ৬ বছরের যাকাত আদায় করে দিতে হবে।

وفى الهداية: ولو كان الدين على مقر ملئ أو معسر تجب الزكاة لإمكان الوصول اليه ابتداء وبواسطة الحصيل وكذا ولو كان على جاحد وعليه بينة (الهداية-1/186)

وفى الدر المختار: ولو كان الدين على مقر ملئ أو على معسر أو مفلس… او على جاحد عليه بينة….. فوصل الى ملكه لزم زكاة ما مضى، (رد المحتار، كتاب الزكاة-3/184-185

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল- [email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *