প্রশ্ন
সম্মানিত মুফতী সাহেব। আমরা কিছুদিন পূর্বে মহিলারা নামাযে বুকের উপর হাত বাঁধে কোন দলীলের ভিত্তিতে? প্রশ্নের জবাবে দেখতে পেলাম আপনারা বলেছেন যে, মহিলারা বুকের উপর হাত বাঁধার দলীল হল ইজমা।
এখন আমার প্রশ্ন হল এ ইজমা বা ঐক্যমত্ব কবে কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
কোন বিষয়ে ইজমা বা ঐক্যমত্ব হবার জন্য সবাই এক সাথে বসে কোন বিষয়ে নির্দিষ্টভাবে বক্তব্য প্রদান করা আবশ্যক নয়। বরং একই সাথে কোন আমলে ধর্মপ্রাণ বিজ্ঞ উলামা ফুক্বাহাগণ কোন আমল শুরু করে দিলেও তা ইজমা বলেই গৃহিত হয়।
যেমন-
জামাতে নামাযে ইমাম জোরে তাকবীর দেয়, আর মুসল্লিরা আস্তে আস্তে তাকবীর বলে থাকেন। কিন্তু মুসল্লিদের আস্তে আস্তে তাকবীর বলার স্বপক্ষে কুরআন ও হাদীসে কোন দলীল নেই। বরং এটি ইজমা দ্বারা প্রমাণিত। যা কবে কোথায় হয়েছে? তা কেউ বলতে পারবে না। কিন্তু সবাই ঐক্যমত্বের ভিত্তিতেই আমল করে যাচ্ছে।
ঠিক একই হালাত মহিলাদের বুকের উপর হাত বাঁধার।
সহজ ভাষায় বুঝতে উদাহরণ দিচ্ছি।
বর্তমানে মুসলমানগণ কয়েকটি প্রসিদ্ধ দলে বিভক্ত। এর মাঝে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক অনুসারী রয়েছেন চার মাযহাবের অনুসারীগণ। যথা-
১-হানাফী।
২-শাফেয়ী।
৩-মালেকী।
৪-হাম্বলী।
এছাড়া রয়েছে লা-মাযহাবী ও শিয়ারা।
লক্ষ্য করে দেখুন- হানাফী মহিলারাও নামাযে বুকের উপর হাত বাধে। শাফেয়ী মহিলারাও। হাম্বলী এবং মালেকী মহিলারাও। ঠিক একই আমল করে লা-মাযহাবী ও শিয়া মহিলারাও।
তাহলে মহিলাদের নামাযে বুকের উপর হাত বাঁধা সবার “ইজমা” তথা ঐক্যমত্বের আমল এতে সন্দেহ করার কোন সুযোগ আছে কি?
এটাতো প্রতিদিনকার উদিত হওয়া সূর্যের মতই পরিস্কার ইজমায়ী আমল। তো এখানে কবে কোথায় ইজমা হল এমন বোকামীসূলভ প্রশ্ন করার কী মানে থাকে? এতো দীবালোকের ন্যায় পরিস্কার ইজমা।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।