প্রচ্ছদ / আকিদা-বিশ্বাস / হযরত খাজির আলাইহিস সালাম সম্পর্কে জরুরী জ্ঞাতব্য

হযরত খাজির আলাইহিস সালাম সম্পর্কে জরুরী জ্ঞাতব্য

প্রশ্ন

১.

হজরত খাজিরকে  (আঃ) ডাকা যাবে কিনা ?

সম্পূরক প্রশ্নঃ

(ক) হজরত হাওয়া,আছিয়া,মারিয়াম, লোকমান হাকীম,জুলকারনাইন – এদের ক্ষেত্রেও (আঃ) যুক্ত হবে কিনা ?

(খ) হুজুর পাক (সঃ) এর আম্মাজান এবং আব্বাজানের নামের শেষে কোন কিছু যুক্ত        করা লাগবে কিনা? লাগলে কি বিধান ?

২.

হজরত খাজির কোন নবীর উম্মত হবেন ?

৩.

তিনি কি মুজতাহিদ নাকি মুকাল্লিদ ? (প্রসঙ্গত আমি প্রশ্নকর্তা আহলে হাদিস নই)

৪.

তিনি কোথায় থাকেন ?

৫.

তিনি কি কোন অদৃশ্য শক্তি কেননা হুজুর (সঃ) এর ওফাতের পর কোন এক সাহাবী  বলতে ছিলেন একটু আগে উপস্থিত লোকটিই ছিলেন হজরত খিজির ?

৬.

তিনি কি মানুষের মতই সাধারন খানাপিনা, বিয়ে শাদি, সংসার জীবন করে থাকেন ?

৭.

তার হায়াত বিষয়ক আহলে সুন্নাহ ওয়াল জামাত ওয়াল হানাফি এর কি আকিদা?

প্রশ্নকর্তা-

নামঃ মুহাম্মাদ তাকবীর হাসান

ঠিকানাঃ ১৫/১ আরমানিয়ান স্ট্রীট, আরমানিটোলা, ঢাকা -১১০০

উত্তর:

بسم الله الرحمن الرحيم

 

১.

হযরত খাজির আ. যেহেতু নবী ছিলেন তাই তাঁর নামের শেষে আলাইহিস সালাম বলাই নিয়ম ও যুক্তিযুক্ত।

(ক)

হযরত হাওয়া, আছিয়া ও মরিয়াম এর নামের শেষে রাযিআল্লাহু আনহা, আর লোকমান হাকীম ও জুলকারনাইনের নামের শেষে রাযিআল্লাহু আনহু বলাই উত্তম ও শ্রেয়।

(খ)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের পিতামাতার নামের শেষে কোন বাক্য ব্যাবহার না করে এ বিষয়ে নিরবতা অবলম্বন করাই শ্রেয়।

২,৩,৪.

হযরত খাজির আ: কোন নবীর উম্মত নন। বরং তিনি নিজেই নবী ছিলেন। অতএব তিনি মুজতাহিদ না মুকাল্লিদ এরূপ প্রশ্ন অবান্তর।

উত্তর: ৫, ৬,৭.হযরত খাজির আ: এর মৃত্যু ও জীবদ্দশার সাথে আমাদের কোন বিশ্বাসগত অথবা কর্মগত বিষয় জড়িত নয়। এ কারণে কুরআন ও হাদীসে এ সম্পর্কে সুস্পষ্টভাবে কোন কিছু বলা হয় নি। তাই এ ব্যাপারে অতিরিক্ত আলোচনা নিস্প্রয়োজন। তবে সবচেয়ে বিশুদ্ধ ও সতর্ক মত হলো তিনি মৃত্যুবরণ করেছেন।

قال العلامة القرطبى : تحت قوله تعالى (وعلمناه من لدنا علما) والآية تشهد بنبوته لأن بواطن أفعاله لا تكون إلا بوحي.وأيضا فان الإنسان لا يتعلم ولا يتبع إلا من فوقه ، وليس يجوز أن يكون فوق النبي من ليس نبي.  الجامع لأحكام القرآن . 11 : 16

 (وفى ردالمحتار 2 : 185باب نكاح الكافر) وبالجملة كما قال بعض المحققين : أنه لا ينبغي ذكر هذه المسألة إلا مع مزيد الأدب . وليست من المسائل التي يضر جهلها أو يسأل عنها في القبر أو في الموقف ، فحفظ اللسان عن التكلم فيها إلا بخير أولى وأسلم ،

( ويستحب الترضي للصحابة ) وكذا من اختلف في نبوته كذي القرنين ولقمان  (وفى ردالمحتار 10 : 485كتاب الخنثى ، مسائل شتى ):

وفى بحر المحيط 6 :147 : والجمهور على انه مات

 والله اعلم بالصواب

উত্তর লিখনে

মাওলানা মুহসিনুদ্দীন খান

সহকারী গবেষক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

সত্যায়ন

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *