প্রচ্ছদ / তাবলীগ জামাত / দ্বীনী কথা বলা ও শোনার দ্বারা আমলনামায় এক বছরের নেকী লেখা হয়?

দ্বীনী কথা বলা ও শোনার দ্বারা আমলনামায় এক বছরের নেকী লেখা হয়?

প্রশ্ন

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু,

আমার তাবলীগই ভাইদের নীচের কথাটি কি দলিল ভিত্তিক? নাকি কোন উপকথা জানালে খুবই উপকৃত হব। উত্তর যথা সম্ভব দ্রুত দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো-আমি নিজও প্রায় সময় অফিসে এই কথা বলি যার দরুন আমাকে প্রশ্নের সন্মুখিন হতে হয়েছে ।

প্রশ্ন : দ্বীনী কথা বলা ও শুনার দ্বারা প্রত্যকের আমলনামায় এক এক বছরের নেকি লেখা হয় ।

আল্লাহ আপনাকে হেদায়াত ও জাযায়ে খায়ের দান করুন।

প্রশ্নকর্তা-

Md.Anisur Rahman

উত্তর :

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

দ্বীনী কথা-বার্তা বলা ও শুনা এবং দ্বীনী বিষয়ে জ্ঞান অর্জন করা একটি অতীব গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কাজ। এ বিষয়ে কুরআন ও হাদীসে রয়েছে অনেক আয়াত ও হাদীস। তাই দ্বীনী কথা-বার্তা বলা ও শুনার দ্বারা বান্দার আমলনামায় সওয়াব লেখা হয় এটাই স্বাভাবিক। যেমন হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত এক হাদীসে রয়েছে,রাসূল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন-

(( من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا ))

যে হেদায়েত ও কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে তার জন্য রয়েছে তাকে অনুসরনকারীর অনুরূপ সওয়াব। এর দ্বারা অনুসরনকারীদের সওয়াবের কোন ঘাটতি হবে না (মুসলিম, হাদীস নং-২৬৭৪)। তবে প্রশ্নে উল্লেখিত কথাটি হাদীস হিসাবে আমরা কোন গ্রন্থে পায় নি।

 والله اعلم بالصواب

উত্তর লিখনে

মাওলানা মুহসিনুদ্দীন খান

সহকারী গবেষক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

ভুলে আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করে সন্তান হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন আসসালামুওয়ালাইকুম উস্তাজ, আমার আত্নীয় ২০১৮ সালে বিয়ে করেন। অজ্ঞতা বসত আপন ভাগ্নির মেয়েকে বিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *