প্রশ্ন
আসসালামু আলাইকুম ।
নামাজের মাঝখানে ওজু চলে গেলে কি করব ? যদি বের হতে চাই তাহলে অন্যের নামাজের সামনে দিয়ে হাটতে হবে ।
উত্তর
وعليكم السلام ورحنة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এ প্রশ্নটি আপনার মনে এসেছে আরেকটি মাসআলা না জানার কারণে। সেটি হল, ইমামের সুতরা সবার পক্ষ থেকে সুতরা হয়ে যায়। তাই জামাত শুরু হবার পর থেকে ইমামের সামনে দিয়ে অতিক্রম করা যাবে না যদি তার সামনে সুতরা না থাকে। কিন্তু মুসল্লিদের সামনে দিয়ে অতিক্রম করা প্রয়োজনে জায়েজ আছে। কোন সমস্যা নেই। জামাতে নামায চলাকালীন মুসল্লিদের সামনে দিয়ে অতিক্রম করার দ্বারা নামাযীর সামনে দিয়ে অতিক্রমের গোনাহ হবে না।
তাই অজু ছুটে গেলে ইমামের সামনে দিয়ে অতিক্রম করাতো জায়েজ নেই যদি তার সামনে সুতরা না থাকে, কিন্তু মুসল্লিদের সামনে দিয়ে অতিক্রম করাতে কোন সমস্যা নেই।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ: «أَقْبَلْتُ رَاكِبًا عَلَى حِمَارٍ أَتَانٍ، وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الِاحْتِلاَمَ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِمِنًى إِلَى غَيْرِ جِدَارٍ، فَمَرَرْتُ بَيْنَ يَدَيْ بَعْضِ الصَّفِّ، وَأَرْسَلْتُ الأَتَانَ تَرْتَعُ، فَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكَرْ ذَلِكَ عَلَيَّ»
সহীহ বুখারী, হাদীস নং-৭৬।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
জাযাকাল্লাহ খইর