প্রশ্ন
আসসালামু আলাইকুম ।
ধরুন, কিছু লোক মাঝখানে সুন্নত নামাজ পরছে। সামনের কাতারগুলু খালি । এরই মধ্যে ফরজ নামাজ শুরু হয়ে গেছে । যদি সামনের কাতার গুলু পূরণ করতে হয় তা হলে ওই লোক গুলুর নামাজে সামনে দিয়ে যেতে হবে । এই বিষয়ে হুকুম কি ?
উত্তর
وعليكم السلام ورحنة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি মসজিদে নামায পড়ে,আর মসজিদে ছোট হয় তাহলে সামনে দিয়ে অতিক্রম বিলকুল করতে পারবে না। চাই যত দূরত্ব দিয়েই অতিক্রম করুক না কেন। কিন্তু যদি মসজিদে বড় হয়,বা ময়দানে নামায পড়ে,তাহলে নামাযী ব্যক্তি নামাযে দাড়িয়ে সেজদার স্থানের দিকে তাকালে যতদূর পর্যন্ত দেখতে পায়, ততটুকু দূরুত্বের বাহির দিয়ে অতিক্রম করবে। আর এর পরিমাণ হল-তিন কাতার সম পরিমাণ। যেটা প্রায় ৪/৫গজ। আর যদি কোন ষ্টেশনে নামায পড়ে,তাহলে সেজদার স্থান বাদ দিয়ে সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ হবে। {ফাতওয়ায়ে মাহমুদিয়া-১১/১৭৮}
( ومرور مار في الصحراء أو في مسجد كبير بموضع سجوده ) في الأصح ( أو ) مروره ( بين يديه )__ ( في ) بيت و ( مسجد ) صغير ، الخ ( وإن أثم المار )(رد المحتار-كتاب الصلاة، باب مايفسد الصلاة-2/398
তাহলে কী বুঝা গেল? মসজিদ বড় হলে তিন কাতার সামনে দিয়ে অতিক্রম করলে কোন সমস্যা নেই। কিন্তু যদি মসজিদ ছোট হয়, তাহলে করণীয় কি? তাহলে সামনে একটি সুতরা রেখে সামনে চলে যাবে।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।