প্রচ্ছদ / ঈমান ও আমল / ফরজ নামায শেষে মাথায় হাত রেখে কোন কিছু পড়ার প্রমাণ আছে কি?

ফরজ নামায শেষে মাথায় হাত রেখে কোন কিছু পড়ার প্রমাণ আছে কি?

প্রশ্ন

অনেক ভাইকে এমনকি আলেম উলামাকেও দেখা যায়, তারা নামায শেষে মাথায় হাত রেখে কী যেন পড়ে থাকেন। এভাবে নামায শেষে মাথায় হাত রেখে কোন কিছু পড়া কি হাদীস দ্বারা প্রমাণিত? দয়া করে জানালে কৃতজ্ঞ হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, হাদীসে এমন বর্ণনা পাওয়া যায়। যেমন-

كان إذا صلى مسح بيده اليمنى على رأسه ويقول: بسم الله الذي لا إله غيره الرحمن الرحيم، اللهم أذهب عني الهم والحزن”

হযরত আনাস থেকে বর্ণিত। তিনি যখন নামায পড়তেন, তখন ডান হাত মাথায় রাখতেন ও বলতেন “বিসমিল্লাহিল্লাজী লা ইলাহা গাইরুহু। আররাহমানুর রাহীমু, আল্লাহুম্মা আজহিব আন্নীল হাম্মা ওয়ালহুজনা। {কানযুল উম্মাল, হাদীস নং-১৭৯১৫}

এ আমলকে জরুরী বা সুন্নত মনে করার কোন প্রয়োজন নেই। বরং যেহেতু হাদীসে এসেছে, তাই আমল করা। এর জন্য বিশেষ ফযীলতও হাদীস দ্বারা প্রমাণিত নয়। বাকি বুজুর্গানে দ্বীন এর উপর আমল করেছেন। বিশেষ ফযীলত বলা ছাড়াই। আবার এটিকে জরুরী বা সুন্নত বলা ব্যতিতই। সেই সাথে এটিকে বিদআতও বলা যাবে না। যেহেতু  হাদীস পাওয়া যায়।  তাই এ বিষয়ে বাড়াবাড়ি করা কিছুতেই কাম্য নয়।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

3 comments

  1. আবু আইয়ূব আনছারী

    جزاك الله

  2. Md Mahfujur Rahman Khan

    Jazakallahu khairan 💖

Leave a Reply to আহমাদ মাগফুর Cancel reply

Your email address will not be published. Required fields are marked *