প্রশ্ন
assalamualikum wa rahmatullah.
আল্লাহ্ আপনার কাজ কে কবুল করুক।
আমীন।
আমার প্রশ্ন হইল, ইমাম মুহাম্মদ আল জাজরী(রহঃ) রচিত “হিসনে হাসিন” বই এর
দোয়া সমূহ কি আমরা পড়তে পারি?
অর্থাৎ আমল করতে পারি?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
উক্ত গ্রন্থটির পূর্ণ নাম হল, “আলহিসনুল হাসীন মিন কালামি সাইয়্যিদিল মুরসালীন”।
সংকলক হলেন, মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ বিন আলী বিন ইউসুফ বিন আলজাযারী।
যে গ্রন্থটির প্রধম অধ্যায়ে জিকিরের ফযীলত, দ্বিতীয় অধ্যায়ে দুআ কবুলের সময় এবং তৃতীয় অধ্যায়ে সকাল সন্ধ্যায় পঠিতব্য দুআ আলোচিত হয়েছে।
যদি আপনার প্রশ্নকৃত হিসনে হাসীন গ্রন্থটি আমাদের আলোচিত গ্রন্থটি হয়ে থাকে। তাহলে এ গ্রন্থে দুআ দরূদ আপনি নির্ধিদ্ধায় পড়তে পারেন।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।