প্রশ্ন
আামার সৎ ভাই আমার ছেলের উপর অভিযোগ করে নিজের স্ত্রীকে তালাক দিয়ে দেয়। তালাকের পর আমার ছেলে উক্ত মহিলাকে বিয়ে করে ফেলে। এখন প্রশ্ন হল এ বিবাহ হয়েছে কি না?
প্রশ্নকর্তা- নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।
উত্তর
بسم الله الرحمن الرحيم
সৎ চাচার তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিবাহ করা জায়েজ আছে। তবে শর্ত হল ইদ্দত শেষ হবার পর বিবাহ করতে হবে।
قال تعالى: واحل لكم ما وراء ذلكم، (النساء-24) وفى احكام القرآن للجصاص: قال عطاء: احل لكم ما وراء ذوات المحارم من اقاربكم، (احكام القرآن للجصاص-2/139)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।