প্রচ্ছদ / আকিদা-বিশ্বাস / “আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ” বলার হুকুম কি?

“আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ” বলার হুকুম কি?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

শ্রদ্ধেয় মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ” বলার হুকুম কি? এটি জায়েজ না জায়েজ? জানালে কৃতজ্ঞ হবো।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

মূলত উক্ত বাক্যগুলো রাসূল সাঃ কে হাজির নাজিরের বিশ্বাস না করে এমনিতে বলা জায়েজ আছে। বলাতে কোন সমস্যা নেই। কিন্তু বর্তমানে এ পদ্ধতিতে একথাগুলো বলাকে আবশ্যকীয় মনে করার কারণে এভাবে দরূদ বলা বিদআতে পরিণত হয়ে গেছে। তাই এভাবে বলা থেকে বিরত থাকবে।

আর যদি এ দরূদ রাসুল সাঃ কে হাজির নাজির বিশ্বাস করে বলে, তাহলে এটি শিরক। যে হাজির নাজিরের বিশ্বাসের সাথে একথাগুলো বলবে, সে মুশরিক হয়ে যাবে।

ابْنَ مَسْعُودٍ، يَقُولُ: عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَفِّي بَيْنَ كَفَّيْهِ، التَّشَهُّدَ، كَمَا يُعَلِّمُنِي السُّورَةَ مِنَ القُرْآنِ: «التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ» وَهُوَ بَيْنَ ظَهْرَانَيْنَا، فَلَمَّا قُبِضَ قُلْنَا: السَّلاَمُ – يَعْنِي – عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (صحيح البخارى، رقم الحديث-6265)

عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ فِي الْأَرْضِ يُبَلِّغُونِي عَنْ أُمَّتِي السَّلَامَ» (مصنف ابن ابى شيبة، رقم الحديث-8705، مسند احمد، رقم الحديث-3702)

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ صَلَّى عَلَيَّ عِنْدَ قَبْرِي وُكِّلَ بِهَا مَلَكٌ يَبْلُغَنِي، وَكُفِي بِهَا أَمْرَ دُنْيَاهُ وَآخِرَتِهِ، وَكُنْتُ لَهُ شَهِيدًا أَوْ شَفِعيًا ” هَذَا لَفْظُ حَدِيثُ الْأَصْمَعِيِّ، وَفِي رِوَايَةِ الْحَنَفِيِّ قَالَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ صَلَّى عَلَيَّ عِنْدَ قَبْرِي سَمِعْتُهُ، وَمَنْ صَلَّى عَلَيَّ نَائِيًا أَبْلَغْتُهُ (شعب الايمان، رقم الحديث-1481)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

No comments

  1. Aita hujur (sa:) er raojar pase bose to bola jabe naki? @mufti sab

Leave a Reply to jalis mahmud Cancel reply

Your email address will not be published. Required fields are marked *