প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / কবরে পেশাব সম্পর্কে জিজ্ঞাসা সংক্রান্ত ফাজায়েলে আমলে বর্ণিত হাদীসটি সঠিক কি না?

কবরে পেশাব সম্পর্কে জিজ্ঞাসা সংক্রান্ত ফাজায়েলে আমলে বর্ণিত হাদীসটি সঠিক কি না?

প্রশ্ন

আচ্ছালামুআলাইকুম ওয়াঃ
একটি প্রশ্নের উত্তর জানতে চাচ্ছিলাম ।
প্রশঃ- কবরে সর্ব প্রথম কি জিজ্ঞাসা করা হইবে ?
ফাজায়েলে আমলের ফাজায়েলে জিকির অধ্যায় এর ৫৪ নাম্বার পৃষ্ঠায় লিখা আছে
যে, এক হাদিসে আছে ” কবরের মধ্যে সর্ব প্রথম পেশাব সম্পর্কে জিজ্ঞাসা করা
হইবে । এই হাদিস কি সত্যি ?
যদি সত্যি হয় তাহলে এর রেওয়ায়েত কি সহিহ নাকি জয়ীফ ?
এবং রেফারেন্স সহ জানালে উপকৃত হব ।
এবং উত্তরটি এই মেইলে রিপ্লে করলে ভালো হবে । অথবা আহলে হক মিডিয়া ডট
কমের লিংক দিলেও হবে ।
মোঃ আশরাফুল আলম রনি ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ، قَالَ: «اتَّقُوا الْبَوْلَ، فَإِنَّهُ أَوَّلُ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ فِي الْقَبْرِ»

হযরত আবু উমামা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেন, তোমরা পেশাব থেকে বেঁচে থাক। কেননা, কবরে বান্দা থেকে সর্বপ্রথম এ বিষয়ে হিসাব নেয়া হবে।

আলমুজামুল কাবীর লিততাবরানী, হাদীস নং-৭৬০৫,

মুসনাদুশ শামীন-৩৪৩৯,

জামেউল মাসানীদ, হাদীস নং-১১২২১,

মাযমাউজ যাওয়ায়েদ-১০৩৪,

কানযুল উম্মাল, হাদীস নং-২৬৩৬২।

হাদীসটি সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য

আল্লামা মুনজিরী রহঃ বলেন, এর সনদে কোন সমস্যা নেই। {আততারগীব ওয়াত তারহীব-১/১১৬}

আল্লামা হায়ছামী রহঃ বলেন, এর বর্ণনাকারী রাবীগণ সবাই সিকা তথা গ্রহণযোগ্য। {মাযমাউজ যাওয়ায়েদ-১/২১৪}

আল্লামা হায়তামী আলমক্কী রহঃ বলেন, এর সনদে কোন সমস্যা নেই। {আযযাওয়াজের-১/১২৫}

আল্লামা মুহাম্মদ বিন মুহাম্মদ আলগুজ্জী রহঃ বলেন, এর সনদে কোন সমস্যা নেই। {ইতকান-১/৩৪৯}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

No comments

  1. জাজাকাল্লাহ, কথিত আহলে হাদিসের এক ফেসবুক সেলিব্রেটি এই হাদিস নিয়ে জোক করে পোষ্ট দিচ্ছিল। আসলে ওরা মুরখ,হাদিস সম্বন্ধে কিছু জানে না।

  2. মোঃ সাজিদ সরকার

    খুব সুন্দর উত্তর

  3. মুনির হোসাইন

    জাযাকাল্লাহ খাইরান,

Leave a Reply to মুনির হোসাইন Cancel reply

Your email address will not be published. Required fields are marked *