প্রচ্ছদ / সংবাদ / জেনারেল শিক্ষিতদের জন্য তালীমুল ইসলাম নৈশ মাদরাসার ২য় ব্যাচ শুরু হচ্ছে কুরবানীর ঈদের পর ইনশাআল্লাহ!

জেনারেল শিক্ষিতদের জন্য তালীমুল ইসলাম নৈশ মাদরাসার ২য় ব্যাচ শুরু হচ্ছে কুরবানীর ঈদের পর ইনশাআল্লাহ!

আল্লাহ তাআলা অশেষ রহমাতে তালীমুল ইসলাম নৈশ মাদরাসার ১ম ব্যাচের শিক্ষা কার্যক্রম  ই সেপ্টেম্বর ২০১৪ ঈসাব্দ রোজ শনিবার বাদ মাগরিব থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।

১ম ব্যাচের ক্লাস গ্রহণ করা হচ্ছে প্রতি সপ্তাহের শনি, রবি ও সোমবার বাদ মাগরিব থেকে।

অনেক ভাইয়ের অনুরোধ ও আগ্রহের প্রতি লক্ষ্য রেখে তাই ২য় ব্যাচ খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

২য় ব্যাচের ক্লাস অনুষ্ঠিত হবে যথারীতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে ইনশাআল্লাহ।

নিচে ভর্তি ও নিসাব সংক্রান্ত যাবতীয় তথ্যাদী উদ্ধৃত করা হলঃ

বৈশিষ্ট্যাবলী
# চার বছরে দাওরায়ে হাদীস ক্লাসে ভর্তি হবার যোগ্যতা অর্জন।
# বিজ্ঞ আলেমগণের দ্বারা পরিচালিত।
# ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেয়ার প্রচেষ্টা।
# সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিনদিন ক্লাস গ্রহণ।
# বাদ মাগরিব থেকে রাত দশটা পর্যন্ত ক্লাস।
# শুদ্ধরূপে কুরআন শিখার সুব্যবস্থা।
# আলাদা বাসায় নিরিবিলি পরিবেশে পাঠদান

ভর্তির শর্ত ও নিয়মাবলী
# কমপক্ষে জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
# প্রতিটি ক্লাসে গুরুত্বের সাথে অংশগ্রহণের সদিচ্ছা থাকতে হবে।
# মাদরাসা কার্যালয় থেকে নির্ধারিত ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি কার্য সমাধা করতে হবে।
# নির্দিষ্ট তারিখের মাঝে নির্ধারিত মাসিক প্রদেয় জমা দিতে হবে।

ভর্তি ফি ও মাসিক প্রদেয়

# ভর্তি ফরম– ১০০/= (একশত টাকা)
# ভর্তি ফী– ৭০০/= (পাঁচশত টাকা)
# মাসিক প্রদেয়– ১৫০০/= (পনেরশত টাকা)
# ক্লাস শুরু– ১লা নভেম্বর ২০১৪ ঈসাব্দ রোজ শনিবার বাদ মাগরিব থেকে ইনশাআল্লাহ।

নৈশ মাদরাসার নেসাব

১ম বর্ষ

সহীহ শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াত

এসো আরবী শিখি- ১, ২, ৩ পূর্ণ

এসো ফিক্বহ শিখি পূর্ণ

এসো সরফ শিখি পূর্ণ

আদিল্লাতুল হানাফিয়্যাহ পবিত্রতা ও আজান অধ্যায় [হাদীসের আলোকে মাসায়েল] পূর্ণ

উর্দু কায়দা ও তালীমুল ইসলাম ১ম ও ২য় খন্ড পূর্ণ

দারুল উলুম দেওবন্দঃ ইতিহাস ও ঐতিহ্য

২য় বর্ষ

এসো নাহব শিখি, হেদায়াতুন নাহু পূর্ণ

আদিল্লাতুল হানাফিয়্যাহ [সালাত অধ্যায় থেকে পূর্ণ] পূর্ণ

আলফিক্বহুল মুয়াসসার ও কুদুরী নির্বাচিত অংশ

উলুমুল ফিক্বহ পূর্ণ

কুরআন তরজমা [৩০তম পারা] পূর্ণ

বেহেশতী জেওর [১ম খন্ড] পূর্ণ

৩য় বর্ষ

হেদায়া ১ম খন্ড নির্বাচিত অংশ

হেদায়া ২য় খন্ড নির্বাচিত অংশ

জালালাইন ১ম খন্ড নির্বাচিত অংশ

জালালাইন ২য় খন্ড নির্বাচিত অংশ

উলুমুত তাফসীর

আসারুস সুনান [সালাত অধ্যায়] [হাদীসের আলোকে মাসায়েল] পূর্ণ

৪র্থ বর্ষ

মিশকাতুল মাসাবীহ ১ম খন্ড নির্বাচিত অংশ

মিশকাতুল মাসাবীহ ২য় খন্ড নির্বাচিত অংশ

ফিরাকে বাতিলা পরিচিতি [সহযোগী গ্রন্থ ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ] পূর্ণ

আলমুহান্নদ ওয়াল মুফান্নাদ ও আকায়েদুল ইসলাম [মাওলানা ইদ্রিস কান্ধলবী রহঃ] নির্বাচিত অংশ

উলুমুল হাদীস ও উলুমুত তাফসীর

হেদায়া ৩য় ও ৪র্থ খন্ড নির্বাচিত অংশ

বিঃদ্রঃ

ভর্তি হওয়া ছাত্রদের মেধা অনুপাতে সিলেবাসে সংযোজন বিয়োজন হতে পারে।

যোগাযোগ

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক

“তালীমুল ইসলাম” ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার

১৫০/সি পশ্চিম রামপুরা, ওয়াপদা রোড ঢাকা-১২১৯।

(রামপুরা পাওয়ার হাউজে বাম দিকের সাত তলা বিল্ডিংয়ের ষষ্ঠ তলা)

ভর্তি সংক্রান্ত তথ্য জানতে

মুফতী আজীজুর রহমান হাসান ফরায়েজী– ০১৯৫৫৩২৭১০৪
মুফতী আহসানুল ইসলাম -০১৯৯১৯৯৯৪৭৯
পরিচালকঃ 01723785925, 01966638356

0Shares

আরও জানুন

মাহে রমজানে বিশেষ দুআর আবেদন!

السلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা! আপনাদের দুআর …

No comments

  1. কবে থেকে ক্লাস শুরু হবে?

  2. মোহাম্মদ জহিরুল ইসলাম

    আসসালামু য়ালাইকুম। আমাদের এলাকার নাম পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর। আমাদের এলাকায় থেকে রামপুরা অনেক দূরে হওয়ায় আমাদের মত চাকরীওয়ালাদের পক্ষে এতদূরে গিয়ে ক্লাশ করা খুব কঠিন। যদি আপনারা আমাদের এলাকায় এ কোর্সের ব্যবস্থা করতেন তাহলে দ্বীন ছড়িয়ে যেত। আমরা দক্ষিণ-পশ্চিম শেওড়াপাড়ার বাইতুশ শাকুর জামে মসজিদে নামাজ পড়ি। আপনারা আপনাদের কর্মসূচী নিয়ে যদি আমাদের খতিব প্রফেসর ডঃ হাফেজ মাওলানা এ বি এম হিযবুল্লাহ ছাহেবের সাথে আলোচনা করতেন যাতে আমাদের এলাকায় দ্বীনী শিক্ষার একটা উপায় বের হয় তাহলে মনে হয় ভাল হত। আমার অনুরোধ আমাদের এলাকায় আপনারা দ্বীনী ইলম শিক্ষার সুব্যবস্থা গ্রহণ করার চিন্তা ভাবনা করেন যাতে আমাদের মত সাধারণ মানুষ উপকৃত হয়। আল্লাহ রব্বুল য়ালামী আমাদের জন্য সহজ করুন। আমীন।

    ______ মোহাম্মদ জহিরুল ইসলাম

Leave a Reply to মোহাম্মদ জহিরুল ইসলাম Cancel reply

Your email address will not be published. Required fields are marked *