প্রচ্ছদ / প্রশ্নোত্তর / কোন স্থান অতিক্রম করার ব্যক্তি মুসাফির হয়? আর কখন মুসাফিরের হুকুম শেষ হয়?

কোন স্থান অতিক্রম করার ব্যক্তি মুসাফির হয়? আর কখন মুসাফিরের হুকুম শেষ হয়?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

হুজুর আমার প্রশ্ন হলঃ

নিজের এলাকা থেকে কতটুকু দূরে গেলে মুসাফির হয়?

মুসাফিরের হুকুম কখন থেকে বর্তায়?( অর্থাৎ নিজের এলাকা ছাড়ার কতক্ষণ পড়ে)

আবার যখন নিজের এলাকায় আসতে থাকব তখন থেকে মুসাফিরের হুকুম আর বর্তাবে না?

দয়া করে উত্তর জানিয়ে আমাকে সহীহ ভাবে আমল করার জন্য সাহায্য করূন।

আল্লাহ তা’আলা আপনাকে জাযা খায়ের দান করুন। আমীন।

আবদুল্লাহ হিমেল

ময়মনসিংহ

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

সফরের উদ্দেশ্যে রওনা দেবার পর যে শহরে বসবাস করছেন,বা যে গ্রামে বসবাস করছেন, সে শহর বা গ্রামের সিমানা অতিক্রম করার দ্বারাই আপনি মুসাফির বলে সাব্যস্ত হয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত মুসাফির বলেই গণ্য হবেন যতক্ষণ আবার স্বীয় শহর বা গ্রামের সীমানা প্রবেশ না করেন।

যেমন ঢাকায় বসবাসকারী ব্যক্তি কাঁচপুর ব্রীজ অতিক্রম করার দ্বারা মুসাফির বলে গণ্য হয়ে যায়। আবার ফিরার পথে কাঁচপুর ব্রীজে প্রবেশের দ্বারা মুকীমের হুকুমে চলে আসবে।

فى تنوير الابصار- (من خرج من عمارة موضع إقامته) قاصدا مسيرة ثلاثة أيام ولياليها بالسير الوسط مع الاستراحات المعتادة صلى الفرض الرباعي ركعتين حتى يدخل موضع مقامه (الدر المختار، كتاب الصلاة، باب صلاة المسافر-2/121، قاضى خان-1/164)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

অযুতে কনুই ধৌত না করে নামায পড়লে নামায আদায় হবে কি?

প্রশ্ন আসলে আমি অযু করে নেওয়ার সময় আমার হাতের কনুইয়ের উপর ও উপরিভাগে পানি লাগে …

No comments

  1. আবু সাইদ ইবন মুখতার

    আমরা যারা নারায়নগঞ্জ থাকি তারা ঢাকা বাইতুল মুকাররম পৌছলে মুসাফির হব?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *