প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / কারো আবিষ্কার করা পণ্য কেহ যদি তাকে না জানিয়ে তৈরি করে তবে কি তা চুরি হবে ?

কারো আবিষ্কার করা পণ্য কেহ যদি তাকে না জানিয়ে তৈরি করে তবে কি তা চুরি হবে ?

প্রশ্ন

আসসালামু আলাইকুম

একটা ব্যবসায়িক বিষয় সম্পর্কে জানতে চাই।

কোন ব্যক্তি যখন কোন পণ্য আবিষ্কার করে, সে অবশ্যই চায় যে, সে নিজেই সে পণ্যের উৎপাদন বা ব্যবসা করতে।

কিন্তু অন্যরা ও সে পণ্য তৈরী করা শুরু করে।

এটা কি কোন অপরাধ?বা চুরি বলে গণ্য হবে?

 

উত্তর

بسم الله الرحمن الرحيم

কোন ব্যক্তি যদি কোন পণ্য আবিস্কার করে তার নিজস্ব মেধা দিয়ে। নিজস্ব ফর্মূলায়। তাহলে অন্য কারো জন্য উক্ত ফর্মূলা চুরি করে পণ্য উৎপাদন করে ব্যবসা করা জায়েজ হবে না। তবে যদি ফর্মূলা চুরি করে নয়, বরং অন্যরাও গবেষণা করে এমন আরেকটি ফর্মূলা আবিস্কার করে, ঘটনাক্রমে নিজস্ব গবেষণায় পূর্বের মতই ফর্মূলা আবিস্কার করে পণ্য বাজারজাত করে, তাহলে তা নাজায়েজ হবে না।

عَنِ ابْنِ عَبَّاسٍ , أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي خُطْبَتِهِ فِي حَجَّتِهِ:  «أَلَا وَإِنَّ الْمُسْلِمَ أَخُو الْمُسْلِمِ , لَا يَحِلُّ لَهُ دَمُهُ وَلَا شَيْءٌ مِنْ مَالِهِ إِلَّا بِطِيبِ نَفْسِهِ

হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ বিদায় হজ্বের খুতবায় বলেছেন, শোন! এক মুসলিম অপর মুসলিমের ভাই। এক মুসলিমের রক্ত অন্যজনের জন্য বৈধ নয়, তেমনি বৈধ নয় অন্যের সম্পদ গ্রহণ মালিকের সন্তুষ্টি ছাড়া। {সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৮১, মুসনাদে আহমাদ, হাদীস নং-২০৬৯৫, মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-১৫৭০, সুনানে বায়হাকী, কুবরা, হাদীস নং-১১৫৪৫, শুয়াবুল ঈমান, হাদীসন নং-৫১০৫}

وفى سنن البيهقى الكبرى- عنأبيهريرةعنالنبيصلىاللهعليهوسلمأنهقال : مناشترىسرقةوهويعلمأنهاسرقةفقداشركفيعارهاواثمها( سنن البيهقى الكبرى-كتابالبيوع، بابكراهيةمبايعةمنأكثرمالهمنالرباأوثمنالمحرم، رقم-10608)

অনুবাদ-আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত যে, নবীজি সাঃ বলেছেন যে, যে ব্যক্তি কোন চুরির বস্তু চুরির মাল জেনেও ক্রয় করে তবে সেও সেই অপরাধে এবং গোনাহে শরীক হবে।(মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২২০৬০, মুসনাদে ইসহাক বিন রাহুয়া, হাদীস নং-৪১২, মুসনাদুল হারেস, হাদীস নং-৪১, সুনানে বায়হাকী কুবরা-৫/৩৩৫, হাদীস নং-১০৮২৬, শুয়াবুল ঈমান, হাদীস নং-৫১১২}

 

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

0Shares

আরও জানুন

মোহর বেশি নির্ধারিত এমন স্ত্রীকে তালাক দিতে চাইলে কিভাবে তালাক দিবে?

প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লহ ওয়া বারাকাহ, আমি আপনাদের এই ওয়েব সাইট এর একজন নিয়মিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *