প্রচ্ছদ / আহলে হাদীস / শরহে বেকায়ার কিতাবে মোহর হিসেবে মদ শুকর দেয়া জায়েজ বলা হয়েছে?

শরহে বেকায়ার কিতাবে মোহর হিসেবে মদ শুকর দেয়া জায়েজ বলা হয়েছে?

প্রশ্ন

আপনাদের হানাফী ফিক্বহের কিতাব শরহে বেকায়ার ২য় খন্ডের ৩৪ নং পৃষ্ঠায় এসেছে যে, মহর হিসেবে মদ এবং শুকর দেয়া সহীহ আছে। একথা কি মিথ্যা?

উত্তর

بسم الله الرحمن الرحيم

 

মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিশম্পাত। {সূরা আলে ইমরান-৬১}

এরকম জঘন্য কথা শুধুমাত্র গায়রে মুকাল্লিদদের মুখেই মানায়। মিথ্যা আর প্রতারণাই যাদের মাযহাবের মূল ভিত্তি। আল্লাহ তাআলা এরকম মিথ্যাচার থেকে মুসলিম জাতিকে হিফাযত করুন। এরকম মিথ্যা দেখে দাজ্জালও লজ্জা পাবার কথা। আসল ইবারত উল্লেখ না করে এরকম মনগড়া কথা দাজ্জাল ছাড়া আর কে করতে পারে?

আসুন দেখি শরহে বেকায়ার আসল ইবারত কি?

وصح النكاح بلا ذكر مهر ومع نفيه وبخمر وخنزير (شرح وقاية-2/31

অনুবাদ- বিবাহ সহীহ আছে, চাই মোহর উল্লেখ না করা হোক। বা মোহর না দেবার কথা বলা হোক। কিংবা মদ বা শুকরকে মোহর নির্ধারণ করা হোক। {শরহে বেকায়া-২/৩১}

মুর্খ আর জাহিল ছাড়া কোন ব্যক্তি এ ইবারত দ্বারা মদ আর শুকরকে মহর হিসেবে দেয়ার বৈধতার কথা বলতে পারে না। এখানেতো মোহর ছাড়া বিবাহ শুদ্ধ হওয়ার কথা বলা হচ্ছে, আর উদাহরণ হিসেবে মদ ও শুকরের কথা আনা হয়েছে। যেমন মদ আর শুকর কোন সম্পদ নয়। আর মুসলমানদের কাছে কোন মূল্যবান বস্তু নয়। তা মোহর হিসেবে দেয়ার কথা বলা হলেও বিবাহ শুদ্ধ হয়ে যাবে, কারণ বিবাহ শুদ্ধ হওয়ার জন্য মোহর নির্ধারণ করা শর্ত নয়।

এখানে একথা কিভাবে বলা হলো যে, মোহর মদ বা শুকর হতে পারে। বা এসব দ্বারা বিবাহ শুদ্ধ হবে?

আরো পরিস্কার করে বলছি, মোহর ছাড়াই বিবাহ হচ্ছে, যেমন শুকর আর মদ নির্ধারণ করলেও যেহেতু তা মোহর হিসেবে নির্ধারতি হচ্ছে না, তাই মোহর না থাকলেও বিবাহ হয়, তাই বিবাহ শুদ্ধ হয়ে যাচ্ছে। মদ আর শুকরকে মোহর নির্ধারণ করা জায়েজ একথা বুঝাতে এখানে একথা বলা হয়নি।

আপনি যদি কষ্ট করে শরহে বেকায়ার টিকাটি একটু দেখে নিতেন, আর টিকার অর্থ বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিতেন, তাহলে এরকম বোকামীসূলভ মন্তব্য আপনি করতেন না। দেখুন টিকায় কী লিখা হয়েছে!

فدل ذلك على جوازه بدون ذكره لتعيينه وهو يشمل عدم الذكر مطلقا ونفيه ولما صح النكاح فى باتين الصورتين صح فى صورة ما اذا ذكر فى المهر مالا قيمة له كالخمر والخنزير ونحوهما ما هو ليس بمتقوم شرعا (حاشية-12-2/21

অর্থাৎ পবিত্র কুরআনের আয়াত لَّا جُنَاحَ عَلَيْكُمْ إِن طَلَّقْتُمُ النِّسَاءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا لَهُنَّ فَرِيضَةً ۚ তথা স্ত্রীদেরকে স্পর্শ করার আগে এবং কোন মোহর নির্ধারণ করার আগে যদি তালাক দেয়া হয়, তবে তাতেও তোমাদের কোন পাপ নেই। {সূরা বাকারা-২৩৬} আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে যে, মোহর নির্ধারণ করা ছাড়া বা মোহর না দেবার কথা বললেও বিবাহ সহীহ হয়ে যাবে। যখন এমন সূরতে বিবাহ শুদ্ধ হয়ে থাকে, তাহলে এমন সূরতেও বিবাহ শুদ্ধ হবে, যেমন অবস্থায় এমন বস্তুকে মোহর নির্ধারণ করা হয়, যার কোন মূল্য নেই মুসলমানদের কাছে। যেমন মদ এবং শুকর।

একটু মাথা খাটিয়ে দেখুন। এখানে মদ ও শুকরকে মোহর হিসেবে নির্ধারণ করার কথা বলা হচ্ছে না, বরং মদ ও শুকরকে মূল্যহীন বস্তু সাব্যস্ত করা হচ্ছে।

আল্লাহ তাআলা মিথ্যুকদের মিথ্যা থেকে জাতিকে হিফাযত করুন।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

স্ত্রী সহবাসে আগ্রহী না হলে করণীয় কী?

প্রশ্ন আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে হাসান বলসি। আমার বিবাহের বয়স ২ বসর হতে চলল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *