প্রচ্ছদ / প্রশ্নোত্তর / যাকাতের জন্য আলাদা করে রাখা টাকা কি নিজের প্রয়োজনে খরচ করতে পারবে?

যাকাতের জন্য আলাদা করে রাখা টাকা কি নিজের প্রয়োজনে খরচ করতে পারবে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম!

হুজুর আমার এক আত্মীয়া যাকাতের উদ্দেশ্য কিছু টাকা জমা রাখছে, এখন সে একটা দরকারে ঐটাকার কিছু অংশ খরচ করতে চাইছে।

খরচ করার পর আবার যখন তার হাতে টাকা আসবে তখন আবার ঐটাকা যাকাতের টাকার সাথে রেখে দিবে।

এখন আমার প্রশ্ন হলো এটা করা কি জায়েয হবে?

হুজুর মাসয়ালাটা আমার আর্জেন্ট লাগবে।

অগ্রিম জাজাকাল্লাহ!

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যাকাতের টাকা শুধুমাত্র আলাদা করার দ্বারাই আদায় হয়ে যায় না। বরং তা হকদারের কাছে পৌঁছালেই কেবল যাকাত হিসেবে আদায় হবে।

তাই আলাদা করে রাখা টাকা প্রয়োজনে নিজের জন্য খরচ করতে কোন সমস্যা নেই।

তবে পরবর্তীতে যাকাতের নিয়তে যাকাত পরিমাণ অর্থ হকদারকে দান করে দিতে হবে।  

ولا تجوز الزكاة إلا إذا قبضه الفقير…… لأن التمليك لا يتم بدون القبض (الفتاوى الولوالجية، كتاب الزكاة، دار الكتب العلمية بيروت-1/179)

ولا يخرج عن العهدة بالعزل، بل بالأداء للفقراء (رد المحتار، زكريا-3/189)

ولو تصدق أى الوكيل بدفع الزكاة إذا أمسك دراهم المؤكل ودفع من مال9ه ليرجع ببدلها فى دراهم المؤكل الخ (رد المحتار، زكريا-3/189، كرتاشى-2/370)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ঘরের ভিতরে ছোট বা বড় কুকুর পালন করার হুকুম কী?

প্রশ্ন জনাব। আসসালামু আলাইকুম। আমার নিম্ন বর্নিত প্রশ্নের উত্তর দিলে বাধিত থাকিব। ঘরের ভিতরে ছোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *